কানাডায় জুনিয়র আইস হকি দলের বাস দুর্ঘটনা, মৃত ১৪
Web Desk, ABP Ananda | 07 Apr 2018 07:11 PM (IST)
ওটাওয়া: কানাডার সাসকাটশেওয়ান প্রদেশে ভয়াবহ দুর্ঘটনার কবলে আইস হকি দল হামবোল্ট ব্রঙ্কোসের জুনিয়র খেলোয়াড়রা। হাইওয়ে দিয়ে যাওয়ার সময় বাসটির সঙ্গে একটি ট্রাক্টর ট্রেলারের ধাক্কা লাগে। এই দুর্ঘটনায় অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে বলে খবর। আরও ১৪ জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। তাঁদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ সূত্রে খবর, বাসটিতে চালক সহ ২৮ জন ছিলেন। স্থানীয় সময় অনুযায়ী, শুক্রবার বিকেল পাঁচটা নাগাদ টিসডেল শহর থেকে উত্তর দিকে ২৮ কিলোমিটার দূরে একটি জায়গায় এই দুর্ঘটনা ঘটে। হামবোল্ট ব্রঙ্কোস দল সাসকাটশেওয়ান জুনিয়র হকি লিগে নিপাউইন হকসের বিরুদ্ধে প্লে-অফ ম্যাচ খেলতে যাচ্ছিল। সেই সময়ই ঘটে দুর্ঘটনা। এই ঘটনায় কানাডায় শোকের ছায়া। প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ট্যুইট করে শোকপ্রকাশ করেছেন। হামবোল্ট ব্রঙ্কোস দলের প্রেসিডেন্ট কেভিন গারিঞ্জারও শোকপ্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, জুনিয়র দলে ১৬ থেকে ২১ বছর বয়সি ২৪ জন খেলোয়াড় ছিলেন।