মুম্বই: ভারতীয় ক্রিকেটের নিকৃষ্টতম পারফরম্যান্স ছিল ২০০৭ বিশ্বকাপের সময়। এমনটাই মনে করেন ক্রিকেট কিংবদন্তি সচিন তেন্ডুলকর।


তিনি জানান, ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকে বিদায়ের পর ভারতীয় ক্রিকেটে ব্যাপক পরিবর্তন এসেছে। আর সেইসময় নেওয়া পদক্ষেপের ফলে দেশের ক্রিকেট আখেরে লাভবান হয়েছে।


তিনি বলেন, আমার মনে হয়, ২০০৬-০৭ মরশুম ছিল সবচেয়ে খারাপ সময়। আমরা ২০০৭ বিশ্বকাপের সুপার-৮ পর্যায়ে পৌঁছতে ব্যর্থ হই। সেখান থেকে ফিরে আমরা নতুন করে ভাবনাচিন্তা শুরু করি। আমরা নতুন দিশায় যেতে শুরু করি।


সচিন যোগ করেন, বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পরে দলে একাধির পরিবর্তন করতে হয়েছিল। আর একবার সেই পরিকল্পনা তৈরি হওয়ার পর, আমরা নিজেদের তা পূরণ করতে অঙ্গীকারবদ্ধ হয়েছিলাম। ফলও ধীরে ধীরে পেতে শুরু করেছিলাম।


তেন্ডুলকরের মতে, ভারতীয় দলে পরিবর্তন একদিনে আসেনি। ফলের জন্য অপেক্ষা করতে হয়েছে। তিনি মনে করিয়ে দেন, কেরিয়ারের ২১ বছরের মাথায় গিয়ে তবেই তিনি বিশ্বকাপটা তুলতে পেরেছিলেন। প্রসঙ্গত, ২০১১ সালে পরের বিশ্বকাপ জেতে মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বাধীন ভারত। সচিন সেই দলের সদস্য ছিলেন।