মেলবোর্ন: কাল মহিলাদের টি-২০ বিশ্বকাপের ফাইনাল। আন্তর্জাতিক নারী দিবসে অধরা খেতাব জয়ের লক্ষ্যে মাঠে নামবেন হরমনপ্রীত কউর, শেফালি বর্মারা। ভারতীয় সময় অনুযায়ী খেলা শুরু হবে বেলা সাড়ে বারোটা থেকে। ভারতে খেলা দেখা যাবে স্টার স্পোর্টস ও দূরদর্শনে। এছাড়া হটস্টার ও জিও টিভিতে লাইভ স্ট্রিমিং দেখা যাবে।


এবারের টি-২০ বিশ্বকাপের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছিল ভারত। ফাইনালেও সেই দু’দলই মুখোমুখি হচ্ছে। এই প্রতিযোগিতায় চারবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের লড়াই সহজ হবে না। তবে শেফালি, পুনম যাদব, শিখা পাণ্ডেরা যা পারফরম্যান্স দেখাচ্ছেন, তাতে জয়ের আশা করতেই পারেন ভারতের সমর্থকরা। গ্রুপের চারটি ম্যাচই জিতে সেমি-ফাইনালে পৌঁছয় ভারত। বৃষ্টির জন্য ইংল্যান্ডের বিরুদ্ধে শেষচারের ম্যাচটি ভেস্তে যায়। গ্রুপের শীর্ষে থাকার সুবাদে ফাইনালে ওঠে ভারত। অন্যদিকে, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডাকওয়ার্থ লুইস নিয়মে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দেয় অস্ট্রেলিয়া। কাল চূড়ান্ত লড়াই। হরমনপ্রীতরা কি ২০০৩ বিশ্বকাপে সৌরভদের হারের বদলা নিতে পারবেন?