টোকিও: কমনওয়েলথ গেমস সদ্য শেষ হয়েছে। ২১ অগাস্ট থেকে শুরু হতে চলেছে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ। চলবে ২৮ অগাস্ট পর্যন্ত। টুর্নামেন্ট হবে টোকিওতে। ভারতের ব্যাডমিন্টন প্রেমীদের নজর থাকবে পি ভি সিন্ধু ও লক্ষ্য সেনের (Lakshya Sen) দিকে। দুই তারকাই সদ্যসমাপ্ত কমনওয়েলথ গেমসে সিঙ্গলসে সোনা জিতেছেন। উল্লেখযোগ্য হচ্ছে, ভারতের কিদাম্বি শ্রীকান্ত (Srikanth Kidambi), লক্ষ্য ও এইচ এস প্রণয় (HS Prannoy), তিনজনই ড্রয়ের একদিকে রয়েছেন।




রেকর্ড ভরসা সিন্ধুর

 

বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে পাঁচটি পদক রয়েছে পি ভি সিন্ধুর। ২০১৯ সালে তিনি স্বর্ণপদক জিতেছিলেন। তবে কঠিন ড্র পেয়েছেন তিনি। বিশ্বের সাত নম্বর শাটলার সিন্ধু প্রথম রাউন্ডে বাই পেয়েছেন। দ্বিতীয় ও তৃতীয় রাউন্ডে যথাক্রমে চিনের দুই শাটলার হ্যান উই এবং ওয়াং ঝি ওয়াইয়ের মুখোমুখি হবেন। বড় অঘটন না ঘটলে সিন্ধুর এই দুই ম্যাচ জেতা উচিত। তবে এরপরেই চতুর্থ রাউন্ডে সিন্ধু তাঁর 'দুঃস্বপ্ন' আন সে ইয়ংয়ের মুখোমুখি হতে পারেন। এই প্রতিপক্ষের বিরুদ্ধে সিন্ধুর রেকর্ড খুবই হতাশাজনক। পাঁচ বার ম্যাচ খেলেও একবারও জেতেননি ভারতীয় শাটলার। সেই রেকর্ড বদলে ফেলার হাতছানি এবার সিন্ধুর সামনে। ২০২২ সালে দারুণ ছন্দে রয়েছেন সিন্ধু। ৩৫টি ম্যাচে জিতেছেন। হেরেছেন মাত্র ১১ ম্যাচে।




 

লক্ষ্যর লড়াই

 

পুরুষ সিঙ্গলসে বিশ্বের ১০ নম্বর লক্ষ্য সেন। ২০২১ সালে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতেছিলেন। সদ্যসমাপ্ত কমনওয়েলথ গেমসে সোনা জিতেছেন লক্ষ্য। ২০২২ সালে ২০টি ম্যাচ জিতেছেন লক্ষ্য। পরাজয় ১১ ম্যাচে। ইয়োনেক্স সানরাইজ ইন্ডিময়া ওপেনে খেতাব জিতেছিলেন তিনি।

 




শ্রীকান্তের অগ্নিপরীক্ষা

 

গতবছর বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে রুপো জিতেছিলেন কিদাম্বি শ্রীকান্ত। তবে সম্প্রতি ছন্দে নেই। শেষ দুই টুর্নামেন্ট, সিঙ্গাপুর ও ইন্দোনেশিয়া ওপেনে প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছিলেন। তবে মে মাসে থোমাস কাপে ৬টি ম্যাচই জিতে ভারতকে চ্যাম্পিয়ন হতে সাহায্য করেছিলেন। ২০২২ সালে বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভাল কিছু করতে মরিয়া থাকবেন তিনি।

 

ডাবলসে লড়াই

 

ডাবলসে সাত্ত্বিকসাইরাজ ও চিরাগ শেট্টি প্রথম রাউন্ডে বাই পেয়ে গিয়েছেন। দ্বিতীয় রাউন্ডেও তাঁদের প্রতিপক্ষ খুব কঠিন নয়। তবে প্রি-কোয়ার্টার ফাইনালে গোহ ভি শেম ও ট্যান কিংয়ের বিরুদ্ধে মুখোমুখি হতে পারেন ভারতীয় ডাবলস জুটি। সেই ম্যাচ কিন্তু বেশ কঠিনই হবে।