সিডনি: মাঝে আর মাত্র এক মাস এক সপ্তাহ সময়। ২০ জুলাই শুরু হচ্ছে মহিলাদের বিশ্বকাপ ফুটবল (FIFA Women’s World Cup)। আয়োজক দেশ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।


৩২ দলের টুর্নামেন্ট ২০ জুলাই শুরু হয়ে চলবে ২০ অগাস্ট পর্যন্ত। ট্রফি জয়ের ফেভারিট ইংল্যান্ড, স্পেন, নেদারল্যান্ডস, জার্মানি, ফ্রান্স, সুইডেন এবং অন্যতম আয়োজক দেশ অস্ট্রেলিয়া। 


১৯৯১ সালে প্রথম বার মেয়েদের ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হয়। এরপর থেকে প্রত্যেক চার বছর অন্তর বিভিন্ন জায়গাতে অনুষ্ঠিত হয় বিশ্বকাপ। সর্বাধিক চারবার চ্যাম্পিয়ন হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। গত দু’বারই বিশ্বকাপের ট্রফি গিয়েছে মার্কিন মুলুকে। জার্মানি চ্যাম্পিয়ন হয়েছে দু’বার। একবার করে বিশ্বসেরা হয়েছে নরওয়ে আর জাপান। এতদিন একটি দেশে বিশ্বকাপ অনুষ্ঠিত হলেও, এই প্রথম যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করছে দুই দেশ। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।


৩২টি দলকে মোট ৮টি গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপ এ-তে রয়েছে নিউজিল্যান্ড, নরওয়ে, ফিলিপিন্স ও সুইৎজারল্যান্ড। গ্রুপ বি-তে রয়েছে অস্ট্রেলিয়া, কানাডা, নাইজিরিয়া ও আয়ার্ল্যান্ড। গ্রুপ সি-তে রয়েছে কোস্টা রিকা, জাপান, স্পেন ও জাম্বিয়া। গ্রুপ ডি-তে রয়েছে চিন, ডেনমার্ক, ইংল্যান্ড ও হাইতি। গ্রুপ ই-তে রয়েছে নেদারল্যান্ডস, পর্তুগাল, মার্কিন যুক্তরাষ্ট্র ও ভিয়েতনাম। গ্রুপ এফ-এ রয়েছে ব্রাজিল, ফ্রান্স, জামাইকা ও পানামা। গ্রুপ জি-তে রয়েছে পুরুষদের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্তিনা, ইতালি, দক্ষিণ আফ্রিকা ও সুইডেন। এবং অষ্টম গ্রুপ, গ্রুপ এইচ-এ রয়েছে কলম্বিয়া, জার্মানি, দক্ষিণ কোরিয়া ও মরক্কো।


 






এবারও বিশ্বকাপ জয়ের অন্যতম প্রধান দাবিদার মার্কিন যুক্তরাষ্ট্র। নজর থাকবে লাতিন আমেরিকার দেশগুলির ওপরও। পুরুষদের ফুটবলে ব্রাজিল, আর্জেন্তিনার মতো দেশ দাপট দেখালেও মহিলাদের ফুটবলে কোনওদিন বিশ্বচ্যাম্পিয়ন হয়নি তারা। এবার মহিলাদের ফুটবলেও তারা নজর কাড়তে পারে কি না, দেখার অপেক্ষায় ফুটবলপ্রেমীরা। 


 






২০ অগাস্ট সিডনি স্টেডিয়ামে হবে টুর্নামেন্টের ফাইনাল। 


আরও পড়ুন: আমি ও আমার স্ত্রী, দুজনই সন্তানসম্ভবা... সুখবর দেওয়ার ধরনেই মন জিতে নিলেন সুনীল