নয়াদিল্লি : পরের বছর বসছে টি২০ বিশ্বকাপের আসর। কিন্তু, কার নেতৃত্ব ভারত পরবর্তী বিশ্বকাপ অভিযান চালাবে ? তা নিয়ে চলছে নানান জল্পনা। বিশেষ করে রোহিত শর্মার নেতৃত্বে ভারত একদিনের বিশ্বকাপে স্বপ্নের ফর্ম দেখানোর পর, টি২০ বিশ্বকাপের নেতৃত্ব নিয়ে নানা বিষয় উঠে আসছে।
টি২০-তে অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া সত্ত্বেও, দক্ষিণ আফ্রিকায় সাদা বলের ক্রিকেট থেকে বিসিসিআইয়ের কাছে বিরতির আবেদন জানিয়েছিলেন রোহিত শর্মা। ওই সফরেই দুটি টেস্টের জন্য সহ অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়েছে যশপ্রীত বুমরাকে। ডিসেম্বরের ২৬ থেকে যা শুরু হবে। এদিকে সীমিত ওভারের ক্রিকেট থেকে ব্রেক চেয়েছেন বিরাট কোহলিও। এই পরিস্থিতিতে টি২০ ও একদিনের ক্রিকেটে দেশকে নেতৃত্ব দেবেন যথাক্রমে সূর্যকুমার যাদব ও কে এল রাহুল। তবে, ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে খেলতে রোহিত যদি রাজি থাকেন, তাহলে পরের বছর অনুষ্ঠিত হতে চলা টি২০ বিশ্বকাপের জন্য সহজাত পছন্দ থাকবেন না হার্দিক পাণ্ড্য।
নাম প্রকাশে অনিচ্ছুক এক বিসিসিআই কর্তা সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, 'রোহিতকে টি২০-র অধিনায়কত্ব দেওয়া হয়েছিল। কিন্তু, উনি ছুটি কাটাতে ইংল্যান্ড গেছেন। বিশ্বকাপ পর্যন্ত চার মাসের চাপা মরসুম কাটানোয় আরও কিছুটা ব্রেক চাইছেন রোহিত। কিন্তু অধিনায়ক হিসাবে ওঁর ড্রেসিং রুমের প্রতি প্রচণ্ড শ্রদ্ধা রয়েছে। এই পরিস্থিতিতে রোহিত যদি টি২০ বিশ্বকাপে ভারতকে নেতৃত্ব দিতে রাজি হন, তাহলে তাঁকেই দায়িত্ব তুলে দেওয়া হবে।'
২০২২ সালের টি২০ বিশ্বকাপের পর ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে খেলতে অনিচ্ছুক ছিলেন হিটম্যান। কারণ, তিনি ৫০ ওভারের ক্রিকেটে মনযোগ দিতে চেয়েছিলেন। একদিনের ক্রিকেটে নির্বাচিত অধিকাংশ ক্রিকেটারই হয় টেস্ট খেলেন না, নতুবা টি২০ খেলেন না। মাত্র তিন জন ক্রিকেটার সব ফর্ম্যাটেই রয়েছেন- শ্রেয়স আইয়ার, মুকেশ কুমার ও ঋতুরাজ গায়কোয়াড। টি২০ ক্রিকেট থেকে বাদ পড়েছেন অক্ষর পটেল। সিরিজের জন্য নতুন সহ অধিনায়ক রবীন্দ্র জাদেজা।
এদিকে, প্রত্যাশা মতোই জাতীয় নির্বাচক কমিটি কোনা ভরতকে টেস্ট স্কোয়াডে নির্বাচিত করেনি। টেস্ট ম্যাচে হাতে গ্লাভস গলাবেন কে এল রাহুল। রাহুল কিপার থাকলে, দুই মিডল অর্ডারের ব্যাটার- শ্রেয়স আইয়ার ও রিজার্ভ ব্যাটার গায়কোয়াডেরও সুযোগ খুলে যাচ্ছে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।