নয়াদিল্লি: দায়িত্ব নেওয়ার পর থেকেই সিনিয়র দলের পাশাপাশি ভারতের জুনিয়র দলেও যথেষ্ট গুরুত্ব দিয়েছেন ইগর স্তিমাচ (Igor Stimac)। ক্রোয়েশিয়ার কোচ জানেন, যুব দলই জাতীয় সিনিয়র দলের সেরা সাপ্লাই লাইন। তাই ভারতীয় ফুটবলের (Indian Football Team) নকশা বদলাতে হলে সকলের আগে পাল্টাতে হবে যুব ফুটবলের খোলনলচে। যার অন্যতম প্রধান পদক্ষেপ হল, আরও বেশি করে আন্তর্জাতিক ম্যাচ খেলা। শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে নিজেদের খেলার মান যাচাই করে নেওয়া।


অনূর্ধ্ব ২৩ ভারতীয় দলের জন্য ২৬ সম্ভাব্য ফুটবলারদের নাম ঘোষণা করল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (AIFF)। চলতি মাসে মালয়েশিয়া সফরে যাবে ভারতীয় দল। সেখানে মালয়েশিয়া অনূর্ধ্ব ২৩ দলের বিরুদ্ধে দু’টি প্রীতি ম্যাচ খেলবে তারা। ম্যাচগুলি হবে আগামী ২২ ও ২৫ মার্চ। সেই সফরের জন্যই ২৬ জনের সম্ভাব্য দল ঘোষণা করা হল।


এই দলের কোচের দায়িত্ব দেওয়া হয়েছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি-র কোচ নৌশাদ মুসাকে। নোয়েল উইলসন তাঁর সহকারী কোচ হিসাবে কাজ করবেন। দীপঙ্কর চৌধুরি দলের গোলকিপার কোচ হিসাবে যাচ্ছেন। এই ২৬ জন ফুটবলারকে নিয়ে দিল্লিতে আজ থেকে প্রস্তুতি শুরু হয়ে গেল। ২০ মার্চ মালয়েশিয়া রওনা হওয়ার আগে ২৩ জনের চূড়ান্ত দল ঘোষণা করা হবে।      


সম্ভাব্য ফুটবপলারদের তালিকায় রয়েছেন


গোলরক্ষক: অর্শ আনোয়ার শেখ, প্রভসুখন সিংহ গিল, বিশাল যাদব


ডিফেন্ডার: বিকাশ ইউমনাম, চিংগামবাম শিভালদো সিংহ, হরমিপাম রুইভা, নরেন্দর, রবিন যাদব, সন্দীপ মান্ডি


মিডফিল্ডার: অভিষেক সূর্যবংশী, ব্রিসন ফার্নান্ডেজ, মার্ক জোথানপুইয়া, মোহাম্মদ আইমেন, ফিজাম সানাথোই মিতেই, থৈবা সিংহ মইরাংথেম, ভিবিন মোহনন


ফরওয়ার্ড: আব্দুল রাবি, গুরকিরাত সিংহ, ইরফান ইয়াদওয়াদ, ইসাক ভানলালরুয়াতফেলা, খুমানথেম নিন্থোইঙ্গানবা মিতেই, মহম্মদ সানান, পার্থিব গগৈ, সমীর মুর্মু, শিবশক্তি নারায়ণন, পিভি বিষ্ণু                                          


 






আরও পড়ুন: IPL 2024 Exclusive: উইকেট পুজো করে, নারকেল ফাটিয়ে ইডেনে প্রস্তুতি শুরু কেকেআরের


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে