নয়াদিল্লি: ‘দূষণ-বিতর্কের’ মধ্যেই শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় টেস্টে ম্যাচে জাঁকিয়ে বসল ভারত। দ্বিতীয় দিনের শেষে শ্রীলঙ্কার স্কোর ৩ উইকেটে ১৩১। এর আগে ৭ উইকেটের বিনিময়ে ৫৩৬ রানে প্রথম ইনিংস ডিক্লেয়ার করে ভারত।  অ্যাঞ্জেলো ম্যাথিউজের সহজ ক্যাচ স্লিপে না ফস্কালে লঙ্কার পরিস্থিতি আরও জটিল হতেই পারত। এখনও ভারতের থেকে ৪০৬ রানে পিছিয়ে শ্রীলঙ্কা।


৪ উইকেটে ৩৭১ রান নিয়ে এদিন খেলা শুরু করে ভারত। গতকাল কোহলি ১৫৬ রানে অপরাজিত ছিলেন। সঙ্গে ছিলেন রোহিত শর্মা। খেলা শুরুর কিছুক্ষণের মধ্যেই ৪০০ রান পেরিয়ে যায় ভারত। এরপর কোহলি লাকমলের বল ডিপ মিড উইকেটে পাঠিয়ে দুই রান নিয়ে  দ্বিশতরান পূর্ণ করেন। ২৩৮ বলে দ্বিশতরান করেন তিনি।


পরপর দুটি ইনিংসে দ্বিশতরান করলেন তিনি। এর আগে নাগপুরে চলতি সিরিজের দ্বিতীয় টেস্টে ২১৩ রান করেছিলেন কোহলি। কলকাতায় প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে দুরন্ত সেঞ্চুরি এসেছিল তাঁর ব্যাট থেকে। গত ১৭ মাসেই সবকটি ডাবল সেঞ্চুরি করলেন তিনি। অধিনায়ক হিসেবে ছয়টি ডাবল সেঞ্চুরি করে পিছনে ফেললেন ব্রায়ান লারাকে।


অবশেষে তাঁর দুরন্ত দৌড় থামে ২৪৩ রানে। ২৮৭ বলের ইনিংসটি সাজানো রয়েছে ২৫ টি বাউন্ডারিতে। লাঞ্চের আগে সান্দাকানের বলে উইকেটের পিছনে ক্যাচ দিয়ে আউট হন রোহিত শর্মা। তিনি করেছেন ৬৫ রান। লাঞ্চের পর আউট আর অশ্বিন (৪)। ৫১৯ রানে ষষ্ঠ উইকেটের পতন হয় ভারতের। ৫২৩ রানে ভারতের সপ্তম উইকেটের পতন হয়।


কিন্তু, এরমধ্যেই বিতর্ক জুড়ে দেয় শ্রীলঙ্কা। মধ্যাহ্নভোজনের পর দূষণ ও বাতাসের নিম্নমানের অভিযোগ তোলে বিপক্ষ ক্রিকেটাররা। তিনবার খেলা স্থগিত রাখতে হয়। মাঠে শ্রীলঙ্কা ক্রিকেটারদের দেখা যায় মাস্ক পরে ফিল্ডিং করতে। দূষণ-সমস্যার জন্য খেলার ২৬ মিনিট নষ্ট হয়।


বিপক্ষ ফিল্ডাররা মাঠে না নামতে চাওয়ার ফলে বাধ্য হয়ে ইনিংসের ইতি টানতে বাধ্য হন কোহলি। ৫৩৬  রানে ইনিংস ডিক্লেয়ার করে ভারত। যদিও, এরপর ব্যাটিং করতে নামলে কোনও দূষণজনিত সমস্যায় পড়তে দেখা যায়নি শ্রীলঙ্কার ব্যাটসম্যানদের।


তবে, তাঁদের সমস্যা হয়ে দাঁড়ান ভারতীয় বোলাররা। প্রথমে করুণারত্নেকে তুলে নেন মহম্মদ শামি। কোনও রান না করেই প্যাভিলিয়নে ফিরে যান করুণারত্নে। ০ রানে প্রথম উইকেট হারায় শ্রীলঙ্কা। এরপর ১৪ রানে দ্বিতীয় উইকেটের পতন শ্রীলঙ্কার। ১ রান করে ইশান্ত শর্মার বলে আউট হন ডি সিলভা।






Runs galore for King Kohli as he brings up his 6th double ton in Test cricket #INDvSL pic.twitter.com/IgKXGvMKIM