পোর্ট অব স্পেন: বিগত মার্চ মাসের ৮ তারিখ, রাঁচিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শতরান করেছিলেন বিরাট কোহলি। তারপর ৬ মাস, একাধিক অর্ধশতরান এলেও শতরানের মুখ দেখেননি ভারত অধিনায়ক। বিশ্বকাপে ৫টি অর্ধশতরানের ইনিংস খেললেও বিরাটের ব্যাট শতরানের গণ্ডি টপকাতে পারেনি। অবশেষে বহু প্রতিক্ষিত শতরান এল বিরাটের ব্যাট থেকে। পোর্ট অব স্পেনের ক্যুইনস পার্ক ওভালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শতরান করলেন বিরাট। ওয়ান ডে-তে এটি বিরাটের ৪২ তম শতরান। সব মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ৬৭টি শতরান হয়ে গেল বিরাটের। এই শতরানটি করতে বিরাট নিয়েছেন ১১২টি ডেলিভারি। এই ইনিংসে রয়েছে ১১টি চার এবং ১টি ছয়।





বিরাটের এই শতরানের পর ট্যুইটে সবথেকে দ্রুত অভিবাদন জানালেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ট্যুইটে তিনি লিখেছেন, “ওয়ান ডে ক্রিকেটে আরও একটা মাস্টার ক্লাস।”





প্রসঙ্গত, এদিন ক্যারিবিয়ানদের বিরুদ্ধে নিজের আন্তর্জাতিক কেরিয়ারের তৃতীয় অর্ধশতরান করলেন শ্রেয়স আইয়ারও।