বাগদান করলেন ভূবনেশ্বর, জেনে নিন তাঁর ভাবী স্ত্রী সম্পর্কে কয়েকটি তথ্য
এরইমধ্যে বাগদানের ছবিও পোস্ট করেছেন ভূবি। সেখানে যথেষ্ট আবেগপূর্ণ ভাষায় তিনি লিখেছেন, ‘ পিছন ফিরে দেখলে মনে পড়ে সুখস্মৃতি, যে আমাকে দ্রুত গতিতে ভবিষ্যতের দিকে এগিয়ে চলতে অনুপ্রেরিত করেছে।’
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসম্প্রতি নিজের প্রেমিকের ছবি ও নাম সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন ভারতীয় দলের সুইং সুলতান ভূবি।
কয়েকমাস আগে ডিনার ডেটের একটি ছবি পোস্ট করেছিলেন ভূবি। সেখানে জানিয়েছিলেন, কিছুদিন পরেই তাঁর ভাবী স্ত্রীর নাম জানাবেন। এর পর ভূবি সম্পর্ক নিয়ে জোর জল্পনা শুরু হয়। গুঞ্জন ওঠে, তেলগু ও বাংলা সিনেমার অভিনেত্রী অনুস্মৃতির সঙ্গে ডেট করছেন ভূবনেশ্বর। কিন্তু ভারতীয় দলের পেসার এই জল্পনা খারিজ করে দেন।
এখন জেনে নিন নূপুর নাগর সম্পর্কে কিছু কথা। ভূবনেশ্বরের মতোই মেরঠে থাকে নূপুরের পরিবার। কিছুদিন আগে ভূবি ও নূপূর মেরঠের গঙ্গানগরে থাকতেন। নূপুরের বয়স ২৬। দেহরাদূনে স্কুলের পড়াশোনা করেছেন নূপুর। মেরঠের জেপি অকাদেমিতেও পড়েছেন তিনি। পেশায় ইঞ্জিনিয়ার নুপূর নয়ডার এক বেসরকারি সংস্থায় কর্মরত। নয়ডারই একটি বেসরকারি কলেজে ইঞ্জিনিয়ারিং পড়েছেন তিনি। নূপুরের পরিবার এখন নয়ডায় থাকেন। তাঁর বাবা অবসরপ্রাপ্ত পুলিশ আধিকারিক।
কয়েকদিন আগে ডিনার ডেটের সম্পূর্ণ ছবি পোস্ট করে ভূবি জানান, তাঁর হবু স্ত্রীর নাম নূপুর।
ভারতীয় দলের পেসার ভূবনেশ্বর কুমার গত ৪ অক্টোবর নূপুর নাগরের সঙ্গে বাগদান করলেন। দুই পরিবারের লোকজনের উপস্থিতিতে সম্পন্ন হয় এই বাগদান।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -