বেঙ্গালুরু: ইডেনে যেদিন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের দুই প্রাক্তন তারকা ক্রিস গেইল ও লোকেশ রাহুল ঝোড়ো ইনিংস খেললেন, সেদিনই জ্বলে উঠলেন তাঁদের প্রাক্তন সতীর্থ এবি ডিভিলিয়ার্স। তিনি ৩৯ বলে ৯০ রানের অপরাজিত ইনিংস খেলে দিল্লি ডেয়ারডেভিলসের বিরুদ্ধে আরসিবি-কে ৬ উইকেটে জেতালেন। চিন্নাস্বামীতে ডিভিলিয়ার্সের দাপটে ম্লান হয়ে গেলেন ঋষভ পন্থ ও শ্রেয়াস আয়ার।
এই ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন আরসিবি অধিনায়ক বিরাট কোহলি। ঋষভের ৪৮ বলে ৮৫ ও শ্রেয়াসের ৩১ বলে ৫২ রানের দুর্দান্ত ইনিংসের সুবাদে গৌতম গম্ভীরের দল ৫ উইকেটে ১৭৪ রান করে। ডিভিলিয়ার্সের সৌজন্যে সহজেই সেই রান টপকে যায় আরসিবি। বিরাট করেন ৩০ রান।
ডিভিলিয়ার্সের অপরাজিত ৯০, দিল্লিকে ৬ উইকেটে হারাল আরসিবি
Web Desk, ABP Ananda
Updated at:
21 Apr 2018 11:47 PM (IST)
ছবি সৌজন্যে ট্যুইটার
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -