১০ ফেব্রুয়ারি ভারতের বিরুদ্ধে ‘গোলাপী’ একদিনের ম্যাচ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ডিভিলিয়ার্স বলেছেন, ‘ভারতের খেলা দেখে আমি অভিভূত। ওদের পেস বোলিং দেখে আমি চমকে গিয়েছি। আমরা যা আশা করেছিলাম, তার চেয়ে বেশি দক্ষতা ও গতির পরিচয় দিয়েছে ওরা।’
দীর্ঘদিন পর টেস্ট ক্রিকেটে ফিরে ভারতের বিরুদ্ধে দু’টি টেস্টেই দারুণ পারফরম্যান্স দেখিয়েছেন ডিভিলিয়ার্স। তিনিই এখনও পর্যন্ত এই সিরিজে সবচেয়ে বেশি রান সংগ্রহকারী। এ বিষয়ে তিনি বলেছেন, ‘টেস্ট ক্রিকেটই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সত্যিই গুরুত্বপূর্ণ ও ভাল একটি সিরিজ জয়ের সঙ্গে যুক্ত থাকতে পারাটা খুব উপভোগ করেছি। দলের সবাই দারুণ পারফরম্যান্স দেখিয়েছে। আমি খেলা উপভোগ করছি।’
সেঞ্চুরিয়ন টেস্টের প্রথম ইনিংসে ভারতের অধিনায়ক বিরাট কোহলির ১৫৩ রানের ইনিংসের প্রশংসা করে ডিভিলিয়ার্স বলেছেন, ‘প্রথম ইনিংসে বিরাট খুব ভাল খেলেছে। আমি ওকে অভিনন্দন জানিয়েছি। আরও কয়েকজনও খুব ভাল খেলেছে। ফাফ দু প্লেসি অর্ধশতরান করেছে। ডিন এলগারও খুব ভাল খেলেছে।’
ডিভিলিয়ার্স স্পষ্ট করে দিয়েছেন, সিরিজ জিতে যাওয়ার পরেও তাঁরা তৃতীয় টেস্টে জয়ের জন্যই ঝাঁপাতে চান। তৃতীয় টেস্ট প্রসঙ্গে তিনি বলেছেন, ‘ওয়ান্ডারার্স টেস্টের দিকে তাকিয়ে আছি আমরা। সেঞ্চুরিয়নের তুলনায় ওখানে আরও বাউন্স ও গতি থাকবে বলে আশা করছি।’