মুম্বই: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও, এখনও আগের মতোই ভাল খেলার ক্ষমতা রয়েছে ইরফান পঠানের। রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে তিনি সেটা প্রমাণ করে দিচ্ছেন। গতকাল ইন্ডিয়া লিজেন্ডসের হয়ে শ্রীলঙ্কা লিজেন্ডসের বিরুদ্ধে ম্যাচে তিনি ব্যাটে-বলে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছেন। রমেশ কুলভিথরনার উইকেট নেওয়ার পাশাপাশি তিনি ৩৯ বলে ৫৭ রান করে অপরাজিত থাকেন। তাঁর ইনিংসে ছিল তিনটি ছক্কা ও ৬টি বাউন্ডারি। তাঁর এই পারফরম্যান্স দেখে এক ক্রিকেটপ্রেমী ট্যুইট করে বলেন, ‘বিসিসিআই, আমরা কি এবি ডিভিলিয়ার্সের মতো ইরফান পঠানকেও ফিরে আসার অনুরোধ জানাতে পারি না?’ জবাবে ইরফান বলেন, ‘অনেক দেরি হয়ে গিয়েছে।’



২০০৩-০৪ মরসুমে ভারতীয় দলের অস্ট্রেলিয়া সফরে আন্তর্জাতিক ক্রিকেট অভিষেক হয় বাঁ হাতি অলরাউন্ডার ইরফানের। তিনি শুরুতেই সাড়া ফেলে দেন। তবে গ্রেগ চ্যাপেল ভারতীয় দলের কোচ হওয়ার পর ফর্ম হারিয়ে দল থেকে বাদ পড়েন ইরফান। তিনি ভারতীয় দলের হয়ে শেষ ম্যাচ খেলেন ২০১২ সালে। গত বছর তিনি অবসর নেওয়ার কথা ঘোষণা করেন। তবে এখনও ভাল পারফরম্যান্স দেখাচ্ছেন তিনি।