করাচি: ইংল্যান্ডের ব্যাটসম্যানদের হাতে বোলারদের বেদম মার খাওয়ায় বিধ্বস্ত পাকিস্তান ক্রিকেট বোর্ড। পরিস্থিতি সামাল দিতে রাতারাতি দলে অন্তর্ভুক্ত করা হল মহম্মদ আমিরকে। যদিও একটা সময় খারাপ ফর্মের জন্য বাঁহাতি পেসারকে ব্রাত্য রেখেই বিশ্বকাপের দল ঘোষণা করেছিল পাক বোর্ড।
সম্প্রতি ইংল্যান্ডের বিরুদ্ধে একটি টি-টোয়েন্টি ম্যাচ ও দুটি ওয়ান ডে-তে পাক বোলারদের কেউই নজর কাড়তে পারেননি। প্রত্যেক ম্যাচেই ইংরেজ ব্যাটসম্যানদের হাতে বেদম মার খান পাক বোলাররা। প্রচুর রান খরচ করেন। যে ছবিটা দেখে উদ্বিগ্ন জাতীয় দলের নির্বাচকেরা
সূত্রের খবর, চিকেন পক্সে আক্রান্ত আমির। লন্ডনে তাঁর চিকিৎসা চলছে। যদিও পাক কোচ মিকি আর্থার ও অধিনায়ক সরফরাজ আমেদ বিশ্বকাপে সুস্থ আমিরকে পাওয়ার ব্যাপারে আশাবাদী। তাঁদের দাবি মেনেই রাতারাতি পাকিস্তানকে চ্যাম্পিয়্ন্স ট্রফি জেতানো বোলারকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর।
নাম প্রকাশে অনিচ্ছুক পাক বোর্ডের এক কর্তা বলেছেন, 'টিম ম্যানেজমেন্টের সঙ্গে আমিরকে দলে নেওয়ার ব্যাপারে সহমত প্রকাশ করেছেন প্রধান নির্বাচক ইনজামাম উল হক। যদিও ৩০ মে বিশ্বকাপ শুরুর সময় আমিরকে পুরো ফিট অবস্থায় পাওয়া যাবে কি না, তা নিয়ে নিশ্চিত হতে চান ইনজামাম।' সূত্রের খবর, লন্ডন থেকে আমিরের ফিটনেস রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে এবং টিম ম্যানেজমেন্ট ও প্রধান নির্বাচক সেই রিপোর্টের জন্যই অপেক্ষা করছেন।
পাক বোর্ডের কর্তা বলেছেন, 'দুসপ্তাহের মধ্যে আমির পুরো সুস্থ হয়ে উঠবে এরকম কোনও আশ্বাস পেলেই টিম ম্যানেজমেন্ট ও প্রধান নির্বাচক বিশ্বকাপের দলে ওকে রাখবে।' পাশাপাশি জানা গিয়েছে, পরপর দুই ওয়ান ডে ম্যাচে হাফসেঞ্চুরি করে নজর কাড়া আসিফ আলিকে নিয়েও চিন্তাভাবনা করছেন নির্বাচকেরা। ছন্দ ধরে রাখতে পারলে বিশ্বকাপের চূড়ান্ত দলে কাউকে বাদ দিয়ে তাঁকেও অন্তর্ভুক্ত করা হতে পারে।
ইংল্যান্ডের ব্যাটসম্যানদের কাছে বোলারদের বেদম মার খাওয়ার জের, পাকিস্তানের বিশ্বকাপের দলে নেওয়া হল মহম্মদ আমিরকে
Web Desk, ABP Ananda
Updated at:
17 May 2019 01:37 PM (IST)
সূত্রের খবর, চিকেন পক্সে আক্রান্ত আমির। লন্ডনে তাঁর চিকিৎসা চলছে। যদিও পাক কোচ মিকি আর্থার ও অধিনায়ক সরফরাজ আমেদ বিশ্বকাপে সুস্থ আমিরকে পাওয়ার ব্যাপারে আশাবাদী
বিরাটকে এর আগে বলতে শোনা গিয়েছে যে, তিনি যেসব বোলারদের মুখোমুখি হয়েছেন, তাঁদের মধ্যে আমির খেলাই সবচেয়ে কঠিন। কিন্তু আমির বিরাটকে বল করাটা সবচেয়ে কঠিন বলে মনে করেন না।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -