মেলবোর্ন: মহিলাদের ক্রিকেটের ঘুমন্ত দৈত্য ভারত। ভারতের হাতে প্রচুর প্রতিভাবান মহিলা ক্রিকেটার রয়েছে যাঁদের দিয়ে বিশ্বজয় করা সম্ভব। ভারতীয় মহিলা ক্রিকেট নিয়ে নিজের এমনই মুগ্ধতার কথা শোনালেন অস্ট্রেলিয়ার কোচ ম্যাথিউ মট।


২০১৭ সালে ইংল্যান্ডের মাটিতে মহিলাদের বিশ্বকাপে রানার্স আপ হওয়ার পর থেকে মহিলাদের ক্রিকেট নিয়ে ভারতে তুমুল উন্মাদনা। গত নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে আয়োজিত টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালেও পৌঁছেছিল ভারতীয় দল। মট বলেছেন, 'মহিলাদের ক্রিকেটে ওরা ঘুমন্ত দৈত্য। ভারত এমন একটা দেশ যেখানে মানুষ ক্রিকেট অন্ত প্রাণ। ওদের ব্যাটিং বিভাগে তিন-চারজন বিশ্বমানের ক্রিকেটার রয়েছে। ওদের ব্যাটিংয়ের গভীরতা অসাধারণ।'

ভারতীয় বোলিং আক্রমণ নিয়েও উচ্ছ্বাস প্রকাশ করেছেন মট। অস্ট্রেলিয়ার একটি ক্রিকেট ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, 'ওদের বোলিং আক্রমণেও দারুণ সমস্ত প্রতিভা রয়েছে। পাশাপাশি ভারতের ফিল্ডিংয়ের কথাও বলব। ফিল্ডিংয়েও সম্প্রতি ওরা অনেক উন্নতি করেছে।'

দুটো বিশ্বকাপের ফাইনালে পৌঁছেও চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ এখনও পায়নি ভারতীয় মহিলা ক্রিকেট দল। দুবারই রানার্স আপ হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে। যদিও মট জানিয়েছেন, এভাবেই খেলে যেতে পারলে ভারতের বিশ্বকাপ জয়ের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। মট বলেছেন, 'বিশ্বক্রিকেটে একটা বড় শক্তি হিসাবে প্রতিষ্ঠিত হচ্ছে ভারত। বিশ্বকাপের ফাইনালে পৌঁছনো, পাশাপাশি দেশের কোটি কোটি লোকের সমর্থন, বিশ্বক্রিকেটের বড় শক্তি হয়ে উঠতে চলেছে ওরা।'