করাচি: টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেন পাকিস্তানের পেসার মহম্মদ আমির। যদিও দেশের হয়ে সীমিত ওভারের ম্যাচে খেলা চালিয়ে যাবেন তিনি।
২৭ বছরের আমির বেশ কিছুদিন ধরেই টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়ে একদিনের ক্রিকেট ও টি ২০ ক্রিকেটে মনোনিবেশ করার ইচ্ছার কথা জানিয়ে আসছিলেন। অবশেষে টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত শুক্রবার ঘোষণা করলেন তিনি।
পাক ক্রিকেট বোর্ড (পিসিবি)-র জারি করা এক বিবৃতিতে আমির বলেছেন, পাকিস্তানের হয়ে সর্বোচ্চ পর্যায়ে এবং টেস্ট ক্রিকেটে খেলা তাঁর কাছে একটা সম্মানের বিষয়। এখন থেকে যাতে সাদা বলের ক্রিকেটে মনোনিবেশ করতে পারেন, সেজন্য টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
পাঁচ বছরের নির্বাসনের কাটিয়ে ২০১৫ –তে পাক দলে ফিরে আসার পর একনাগাড়ে খেলেছেন তিনি। এই প্রসঙ্গ উল্লেখ করে এক সাক্ষাত্কারে আমির বলেছেন, তিনি মানুষ, যন্ত্র নন।
গত বছরই কোচ মিকি আর্থারকে নিজের ইচ্ছের কথা জানিয়েছিলেন আমির। তবে তাঁকে বিশ্বকাপ পর্যন্ত সমস্ত ফর্ম্যাটে খেলা চালিয়ে যেতে বলা হয়েছিল।
পাকিস্তানের হয়ে ৩৬ টেস্টে ১১৯ উইকেট নিয়েছেন আমির। সেইসঙ্গে ৫৯ টি একদিনের ম্যাচ ও ৪৯ টি ২০ ম্যাচও খেলেছেন। সদ্যসমাপ্ত বিশ্বকাপে পাকিস্তানের হয়ে ১৫ উইকেট নিয়েছিলেন তিনি।
আমির বলেছেন, পাকিস্তানের হয়ে খেলাটাই তাঁর চূড়ান্ত লক্ষ্য ও উদ্দেশ্য। এজন্য শারীরিক দিক থেকে সম্পূর্ণ তরতাজা থাকাতে চান তিনি, যাতে আগামী বছরের টি ২০ বিশ্বকাপ সহ দলের কাছে আগামী চ্যালেঞ্জগুলিতে যথার্থ অবদান রাখতে পারেন।
আমির বলেছেন, তাঁর এই সিদ্ধান্ত গ্রহণ একেবারেই সহজ হয়নি। এমনটা বেশ কিছুদিন ধরেই ভাবছিলেন তিনি। কিন্তু আইসিসি-র বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ কিছুদিনের মধ্যেই শুরু হবে। সেইসঙ্গে পাকিস্তানে বেশ কয়েকজন তরুণ ফাস্ট বোলার উঠে আসতে শুরু করেছেন। এই অবস্থায় নির্বাচকরা যাতে তাঁদের পরিকল্পনা অনুযায়ী চলতে পারেন, সেজন্য তিনি টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়ানোই যুক্তিযুক্ত বলে মনে করেছেন।
আমির দলের সহ খেলোয়াড় ও প্রতিপক্ষের খেলোয়াড়দেরও ধন্যবাদ জানিয়েছেন।
শ্রীলঙ্কার বিরুদ্ধে ২০০৯-এ গলে টেস্ট অভিষেক হয়েছিল আমিরের।