নাগপুর: চোটের কারণে বহুদিন ভারতীয় দলের বাইরে ছিলেন জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)। এশিয়া কাপে খেলতে পারেননি তারকা বোলার। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি টি-টোয়েন্টি সিরিজে সুযোগ পেলেও, প্রথম ম্যাচে ভারতীয় একাদশে জায়গা পাননি বুমরা। ম্যাচে হেরেও যায় ভারত। দলের পরাজয়ে সমালোচনার মুখে পড়তে হয় ভারতীয় বোলিং আক্রমণকে। তাই দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে (IND vs AUS 2nd T20I) আপামর ভারতীয় জনগণ বুমরার ফেরার অপেক্ষায় ছিলেন।
ফিঞ্চের প্রশংসা
প্রত্যাশামতোই দ্বিতীয় টি-টোয়েন্টিতে ভারতীয় একাদশে সুযোগও পেয়ে যান বুমরা। শুধু সুযোগ পাওয়াই নয়, নিজের স্বভাবচিত নিখুঁত ইয়র্কারে অস্ট্রেলিয়ান অধিনায়ক অ্যারন ফিঞ্চের (Aaron Finch) স্টাম্প ছিটকে দিয়ে নিজের জাতও চেনান ভারতীয় তারকা বোলার। অস্ট্রেলিয়ান ব্যাটিং ইনিংসের পঞ্চম ওভারে ৩১ রানে ব্যাট করছিলেন সেট ফিঞ্চ। তবে ওভারের শেষ বলেই ফিঞ্চের উইকেট ছিটকে দেন ভারতীয় তারকা বোলার।
ফিঞ্চ এগিয়ে এসে নিজেকে জায়গা দিয়ে বুমরার বিরুদ্ধে বড় শট মারতে গিয়েই আউট হন। তবে আউট হয়ে ক্ষোভ নয়, বরং প্রতিপক্ষ বোলারকে বাহবাই দিলেন ফিঞ্চ। আউট হয়েই বুমরার দুরন্ত ইয়র্কারকে ইশারায় সম্মান জানান তিনি। অজি অধিনায়কের এই 'স্পোর্টসম্যান স্পিরিট' সকলেরই প্রশংসা কুড়িয়ে নেয়। হু হু করে ভাইরাল হয় এই ঘটনার ছবি, ভিডিও। তবে বুমরা ফিঞ্চকে আউট করলেও নিজের নির্ধারিত দুই ওভারে ২৩ রান খরচ করেন ভারতীয় তারকা। অস্ট্রেলিয়া ৮ ওভারে পাঁচ উইকেটের বিনিময়ে ৯০ রান তোলে। ম্যাথু ওয়েড ৪৩ রানের ইনিংস খেলেন। অবশ্য রোহিত শর্মার অপরাজিত ৪৬ রানে ভর করে ছয় উইকেটে ম্যাচ জিতে নেয় ভারত।
রোহিতের বিশ্বরেকর্ড
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বাধিক রানের মালিক রোহিত শর্মাই। তবে বিশ ওভারের ক্রিকেটে আন্তর্জাতিক স্তরে ছয় মারার পরিসংখ্যানে 'হিটম্যান'-এর থেকে এগিয়ে ছিলেন নিউজিল্যান্ডের তারকা ওপেনার মার্টিন গাপ্টিল। কিউয়ি তারকা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৭২টি ছয় মেরেছেন। অবশ্য গত ম্যাচেই নিজের ইনিংসে একটি ছয় মেরে গাপ্টিলের এই রেকর্ডে ভাগ বসিয়েছিলেন রোহিত। আজ সেই রেকর্ড এককভাবে নিজের দখলে করে নিলেন ভারতীয় অধিনায়ক। জস হ্যাজেলউডের বিরুদ্ধে ভারতীয় ইনিংসের প্রথম ওভারে দুই ছক্কা মেরে গাপ্টিলকে টপকে যান রোহিত। রোহিতের ২০ বলে ৪৬ রানের ইনিংসে ভর করেই ভারতীয় দল এদিন ম্যাচ জিতে নেয়। রোহিতের ইনিংস সাজানো ছিল চারটি চার ও সমসংখ্যক ছক্কায়।
আরও পড়ুন: ছয় উইকেটে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজে সমতায় ফিরল ভারত