সমীরণ পাল, টিটাগড়: টিটাগড়ে (Titagarh) স্কুলে বিস্ফোরণ, ঘটনাস্থল পরিদর্শন করলেন ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী ( Raj Chakraborty)। 'টিটাগড়ে স্কুলে বিস্ফোরণের ঘটনায় আমরা লজ্জিত। গত এক-দেড় বছরে এরকম ঘটনা ঘটেনি, এটা লজ্জার।' বিস্ফোরণস্থল পরিদর্শনের পর মন্তব্য ব্যারাকপুরের তৃণমূল বিধায়কের (TMC MLA)। 


টিটাগড়ে স্কুলে বিস্ফোরণ: স্কুল, কথায় বলে ‘সেকেন্ড হোম’। সন্তানকে যেখানে পাঠিয়ে নিশ্চিন্ত হন মা-বাবারা। সেই স্কুলেই ক্লাস চলাকালীন বোমা বিস্ফোরণ। উত্তর ২৪ পরগনার টিটাগড় ফ্রি ইন্ডিয়া হাইস্কুলে বিস্ফোরণের জেরে ব্যাপক আতঙ্ক ছড়ায়। ঘড়ির কাঁটায় বেলা প্রায় পৌনে ১২টা। স্কুলে তখন সেকেন্ড পিরিয়ড চলছে। হাজির প্রায় ৮০০ পড়ুয়া। আচমকা বিকট শব্দে কেঁপে ওঠে বিল্ডিং। হুড়মুড় করে বেরিয়ে আসে পড়ুয়া ও শিক্ষকরা। বাইরে তখন ধোঁয়ায় ঢেকে গেছে চারদিক। দৌড়ে ছাদে যেতেই দেখা যায়, তাজা বোমার দাগ, ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে বোমার সুতলি, স্প্লিন্টার। জানা গিয়েছে, টিটাগড় সাউথ স্টেশন রোডে ফ্রি ইন্ডিয়া হাইস্কুল লাগোয়া বহুতলের ছাদ থেকে ছোড়া হয়েছিল বোমা । আতঙ্কিত বহুতলের বাসিন্দারা। ছাদে তালা লাগানোর সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। পাশাপাশি, নিজেদের নিরাপত্তা নিয়েও চিন্তিত টিটাগড় সাউথ স্টেশন রোডের বাসিন্দারা । 


NIA তদন্তের দাবি জানিয়ে, ইতিমধ্যেই অমিত শাহ’কে চিঠি লিখেছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) এবার, NIA তদন্তের দাবি তুলল জাতীয় শিশু সুরক্ষা কমিশনও। চলতি সপ্তাহের বুধবার, টিটাগড়ের ফ্রি ইন্ডিয়া হাইস্কুলে যায়, জাতীয় শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধি দল। ছাদের সিঁড়ির কাছে, যেখানে বিস্ফোরণ হয়, সেই এলাকা খুঁটিয়ে দেখে। প্রতিনিধিরা কথা বলেন, স্কুলের শিক্ষক ও পড়ুয়াদের সঙ্গে। জাতীয় শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন প্রিয়াঙ্ক কানুনগো বলেন, “ রিপোর্ট বানিয়ে সরকারকে দেব। দুই সরকারকেই দেব। ৭দিনের মধ্যে। ১০-১২ দিন পরও জানা গেল না, কেন স্কুলে হামলা? তাই আমরা NIA তদন্ত চাইছি।'' এদিকে  টিটাগড়ে সরকারি স্কুলের ছাদে বোমা বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ৪ জন। ধৃতদের মধ্যে তিনজনই স্কুলের প্রাক্তনী। ব্যারাকপুরের পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া জানিয়েছেন, অভিযুক্তদের বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে ১০টি তাজা বোমা । প্রাক্তনীদের সঙ্গে বর্তমান পড়ুয়াদের গন্ডগোলের জেরেই স্কুলে হামলা বলে দাবি পুলিশের । 


আরও পড়ুন: Medical College: ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে কলকাতা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ঘেরাও