জোহানেসবার্গ: ক্রিকেটকে চিরবিদায় জানালেন এবি ডিভিলিয়ার্স। জাতীয় দলের জার্সিতে আগেই সরে দাঁড়িয়েছিলেন। এবার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট থেকেও সরে দাঁড়ালেন তারকা প্রোটিয়া তারকা। গত আইপিএলে আরিসিবির জার্সিতেও খেলতে দেখা গিয়েছে এবিডিকে। কিন্তু আগামী মরসুম থেকে আইপিএলেও আর খেলতে দেখা যাবে না তাঁকে।
নিজেই ট্যুইটে এক বিবৃতি দিয়ে এবিডি জানিয়েছেন, '‘দুর্দান্ত সফর ছিল, তবে এ বার সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিলাম আমি। দাদার সঙ্গে বাগানে খেলা থেকে শুরু হয়েছিল। বরাবর খেলা নিয়ে প্রচণ্ড উত্তেজিত ছিলাম। কিন্তু ৩৭ বছর বয়সে এসে নিজের মধ্যে সেই আগুনটা আর অতটা জোরালো ভাবে খুঁজে পাচ্ছি না। দক্ষিণ আফ্রিকা হোক বা আরসিবি বা টাইটান্স, ক্রিকেট বরাবর আমাকে দু'হাত ভরে দিয়েছে। ক্রিকেটের প্রতি আমি সব সময় কৃতজ্ঞ থাকব।''
এর আগে জাতীয় দলের জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন এবিডি। কিন্তু ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলছিলেন তিনি। আইপিএলে আরসিবি শিবিরের অন্যতম উল্লেখযোগ্য সদস্য ছিলেন তিনি। কিন্তু এবার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও বিদায় জানানোর সিদ্ধান্ত নিলেন ৩৭ বছরের এই তারকা ক্রিকেটার। বিশ্ব ক্রিকেটে মি. ৩৬০ ডিগ্রি নামে পরিচিত ডেভিলিয়ার্সের জীবনে একটা আক্ষেপ হয়ত কোনও আইসিসি ট্রফি না জেতা।
আরও পড়ুন: নাম জড়াল যৌন কেলঙ্কারিতে, অস্ট্রেলিয়ার নেতৃত্ব ছাড়লেন টিম পেন