নয়াদিল্লি: আইপিএল-এ তাঁর পছন্দের সর্বকালের সেরা একাদশের অধিনায়ক হিসেবে মহেন্দ্র সিংহ ধোনিকে বেছে নিলেন এবি ডিভিলিয়ার্স। তিনি এই দলে চার বিদেশির মধ্যে নিজেকে রেখেছেন। বাকি তিন বিদেশি হলেন বেন স্টোকস, রশিদ খান ও কাগিসো রাবাডা।
একটি ক্রিকেট বিষয়ক ওয়েবসাইটে ধারাভাষ্যকার হর্ষ ভোগলের সঙ্গে কথোপকথনের সময় ডিভিলিয়ার্স জানিয়েছেন, ‘আমি এই দলের চার নম্বর ব্যাটসম্যান হিসেবে স্টিভ স্মিথ ও কেন উইলিয়ামসনের কথাও ভেবেছিলাম। তবে শেষপর্যন্ত নিজেকেই বেছে নিয়েছি। ওদের পরিবর্ত হিসেবে রেখেছি।’
এই দলের ওপেনার হিসেবে দিল্লি ডেয়ারডেভিলসের প্রাক্তন সতীর্থ বীরেন্দ্র সহবাগ ও মুম্বই ইন্ডিয়ান্সের রোহিত শর্মাকে বেছে নিয়েছেন ডিভিলিয়ার্স। তাঁর মতে, গত পাঁচ বছরে বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটার রোহিত। তিন নম্বরে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সতীর্থ বিরাট কোহলিকে রেখেছেন ডিভিলিয়ার্স। পাঁচ নম্বরে স্টোকস। ৬ নম্বরে ধোনি। সাত নম্বরে রবীন্দ্র জাডেজা। আট নম্বরে আফগানিস্তানের লেগ-স্পিনার রশিদ। এরপর যথাক্রমে ভুবনেশ্বর কুমার, রাবাডা ও জসপ্রীত বুমরাহ।
গোটা দল- বীরেন্দ্র সহবাগ, রোহিত শর্মা, বিরাট কোহলি, এবি ডিভিলিয়ার্স/কেন উইলিয়ামসন/স্টিভ স্মিথ, বেন স্টোকস, মহেন্দ্র সিংহ ধোনি, রবীন্দ্র জাডেজা, রশিদ খান, ভুবনেশ্বর কুমার, কাগিসো রাবাডা ও জসপ্রীত বুমরাহ।
আইপিএল-এর সেরা একাদশ বেছে নিলেন এবি ডিভিলিয়ার্স, ওপেনার সহবাগ-রোহিত, অধিনায়ক ধোনি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
01 Jul 2020 08:30 PM (IST)
গোটা দল- বীরেন্দ্র সহবাগ, রোহিত শর্মা, বিরাট কোহলি, এবি ডিভিলিয়ার্স/কেন উইলিয়ামসন/স্টিভ স্মিথ, বেন স্টোকস, মহেন্দ্র সিংহ ধোনি, রবীন্দ্র জাডেজা, রশিদ খান, ভুবনেশ্বর কুমার, কাগিসো রাবাডা ও জসপ্রীত বুমরাহ।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -