নয়াদিল্লি: ভারতীয় নাগরিকত্বের জন্য প্রধামনন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে দরবার করতে চলেছেন দক্ষিণ আফ্রিকার বিস্ফোরক ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স?

বিরাট কোহলি এবং এবি ডি ভিলিয়ার্স এতটাই ভাল ফর্মে রয়েছেন যে তাঁদের ব্যাটম্যান ও সুপারম্যান বলে উল্লেখ করেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলে তাঁদের সতীর্থ ক্রিস গেইল।

চারটে শতরানের পার্টনারশিপ সহ এই দুজন আইপিএলের চলতি মরশুমে ১২০০ রান করেছেন। ভেঙে ফেলেছেন বহু রেকর্ড।

বিরাট এবং এবি- একে অপরের এতটাই পরিপূরক হয়ে দাঁড়িয়েছেন যে, অনেকে বলছেন, এবার থেকে এবি ভারতীয় দলে খেললেই তো পারেন।

এমনকী, এবি-নিজেও না কি ভারতীয় নাগরিকত্ব নেওয়ার ভাবনাচিন্তা করছেন!

সম্প্রতি, এই প্রসঙ্গে এবি-কে প্রশ্ন করেছিলেন দলের ডিজিটাল টিমের সদস্য ন্যাগস। তাঁর প্রশ্ন ছিল, আপনি কেন ভারতীয় নাগরিকত্ব নিচ্ছেন না?

জবাবে, এবি না কি বলেছেন, তাহলে তো আমার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলা উচিত।

আদতে, এবি নিছকই মজা করার জন্যই বলেছেন। তবে, তাঁর ভক্তরা একে সত্যি হিসেবে ভেবে নিলে, তাঁদের দোষ দেওয়া যায় না।

দেখুন সেই ভিডিও:

[embed]