বুমরাহকে 'শিশু বোলার' বলায় সোশ্যাল মিডিয়ায় তীব্র বিদ্রুপের মুখে আব্দুল রজ্জাক
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 05 Dec 2019 05:39 PM (IST)
ভারতীয় দলের বোলিং আক্রমণের অন্যতম স্তম্ভ জসপ্রিত বুমরাহ সম্পর্কে মন্তব্যের জন্য সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনার মুখে পড়লেন প্রাক্তন পাক অলরাউন্ডার আব্দুল রাজ্জাক। এক সাক্ষাত্কারে রাজ্জাক বলেছিলেন, তিনি গ্লেন ম্যাকগ্রা, ওয়াসিম আক্রমের মতো বোলারদের খেলেছেন। তাই জসপ্রিত বুমরাহ তাঁর কাছে নেহাতই শিশু বোলার।
নয়াদিল্লি: ভারতীয় দলের বোলিং আক্রমণের অন্যতম স্তম্ভ জসপ্রিত বুমরাহ সম্পর্কে মন্তব্যের জন্য সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনার মুখে পড়লেন প্রাক্তন পাক অলরাউন্ডার আব্দুল রাজ্জাক। এক সাক্ষাত্কারে রাজ্জাক বলেছিলেন, তিনি গ্লেন ম্যাকগ্রা, ওয়াসিম আক্রমের মতো বোলারদের খেলেছেন। তাই জসপ্রিত বুমরাহ তাঁর কাছে নেহাতই শিশু বোলার। আর এরপরই সোশ্যাল মিডিয়ায় তাঁর টেস্ট ও একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাটিং গড়ের উল্লেখ করে রাজ্জাককে ট্রোল করেছেন। কেউ কেউ আবার ২০১১-র বিশ্বকাপে মুনাফ পটেলের বলে তাঁর আউট হওয়ার প্রসঙ্গ উল্লেখ করে খোঁচা দিয়েছেন। রজ্জাক পাকিস্তানের হয়ে ৪৬ টেস্ট, ২৬৫ একদিনের ম্যাচ ও ৩২ টি ২০ ম্যাচ খেলেছেন। সব ধরনের ফরম্যাটে তাঁর ব্যাটিং গড় ৩০-এর কম। একদিনের ক্রিকেটে নিজের কেরিয়ারে পাকিস্তানের মিডল অর্ডারে অন্যতম ভরসা ছিলেন রাজ্জাক। ৫০ ওভারের ফরম্যাটে ৫০৮০ রান করেছেন তিনি। সর্বোচ্চ ১১২ রান। আইসিসি ক্রমতালিকায় একদিনের ক্রিকেটে এক নম্বর বোলার বুমরাহ।