কলকাতা: ১১ অক্টোবর থেকে শুরু হচ্ছে সৈয়দ মুস্তাক আলি ট্রফি (Syed Mushtaq Ali Trophy)। বিশ ওভার ফর্ম্যাটের এই টুর্নামেন্টের জন্য ইতিমধ্যেই বিভিন্ন রাজ্য সংস্থা নিজেদের দল ঘোষণা করা শুরু করে দিয়েছে। আজ, শনিবার (১ অক্টোবর) ক্রিকেটে অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের (সিএবি) তরফে টুর্নামেন্টের জন্য ১৯ জনের বাংলা দলেরও (Bengal Cricket Team) ঘোষণা করে দেওয়া হল। 


নেতৃত্বে অভিমন্যু


যথারীতি দলকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে অভিমন্যু ঈশ্বরণকে (Abhimanyu Easwaran)। দলের সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন অলরাউন্ডার ঋত্বিক চট্টোপাধ্যায়। উইকেটরক্ষক হিসাবে সুযোগ পেয়েছেন অগ্নিভ পান ও অভিষেক পোড়েল। এছাড়া গত অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপে ভারতের খেতাবজয়ী দলের সদস্য রবি কুমারও দলে সুযোগ পেয়েছেন। শাহবাজ আহমেদ, মুকেশ কুমার, ঈশান পোড়েলদের মতো বাংলা দলের নিয়মিত সদস্যরা তো রয়েছেনই। তবে এই ১৯ জনের তালিকায় অভিজ্ঞ বাংলা ব্যাটার অনুষ্টুপ মজুমদারের নাম নেই।


১১ অক্টোবর থেকে শুরু হতে চলেছে  টুর্নামেন্টের প্রথম দিনেই বাংলা মুখোমুখি হতে চলেছে ঝাড়খণ্ডের। সৈয়দ মুস্তাক আলি ট্রফির গ্রুপ 'ই'-তে রয়েছে বাংলা।  বাংলা, ঝাড়খণ্ড বাদেও এই গ্রুপে ছত্তিশগড়, তামিলনাড়ু, চণ্ডীগড়, ওড়িশা ও সিকিম রয়েছে।  


ঘোষিত বাংলা দল


অভিমন্যু ঈশ্বরণ (অধিনায়ক), ঋত্বিক চট্টোপাধ্যায় (সহ-অধিনায়ক), শাহবাজ আহমেদ, মুকেশ কুমার, ঈশান পোড়েল, রবি কুমার, অভিষেক পোড়েল (উইকেটকিপার), অগ্নিভ পান (উইকেটকিপার), অভিষেক দাস, ঋত্বিক রায় চৌধুরী, সুদীপ কুমার ঘরামি, রনজোৎ সিংহ খাইরা, প্রদীপ্ত প্রামাণিক, করণ লাল, সুজিত কুমার যাদব, আকাশদীপ, সায়ন শেখর মণ্ডল, আকাশ ঘটক, গীত পুরি 


গল্ফ কোর্সে ধোনি


যতদিন মাঠে ছিলেন ততদিন বিশ্বের সেরা ফিনিশার হিসেবে মানা হত তাঁকে। ক্যাপ্টেন হিসেবে সাফল্যের ভাঁড়ার পূর্ণ। এবার ব্যাট ছাড়ার পর গলফ হাতে মেতে উঠলেন বিশ্বকাপজয়ী ভারত অধিনায়ক। সোশাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে যে কপিল দেবের সঙ্গে গলফ কোর্টে খোশমেজাজে মাহি। ব্যাটিংয়ের সময় যে স্টাইলে ব্যাট করতেন, একের পর এক বল মাঠের বাইরে পাঠাতেন, ঠিক তেমনই স্টাইলে গলফের স্টিক হাতেও দেখা গেল তাঁকে।


ধোনির সঙ্গে এর আগে ছবি পোস্ট করেছেন কপিল দেব। সেখানেই তিনি লিখেছেন, ''যখন ক্রিকেটারই একজন গল্ফার।'' উল্লেখ্য, ধোনি ২০১১ সালে পঞ্চাশ ওভারের বিশ্বকাপ জিতেছিলেন। এর আগে কপিল দেব ১৯৮৩ সালে বিশ্বকাপ জিতেছিলেন। এছাড়াও ২০০৭ সালে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরেও ধোনির নেতৃত্বেই চ্যাম্পিয়ন হয়েছিল টিম ইন্ডিয়া।


আরও পড়ুন: অর্শদীপকে কিংবদন্তি ভারতীয় পেসারের সঙ্গে তুলনা করলেন কামরান আকমল