লন্ডন: টটেনহ্যাম হটস্পারের তারকা হ্যারি কেনের সঙ্গে ছবি তোলা নিয়ে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলিকে কটাক্ষ করলেন বলিউড অভিনেতা অভিষেক বচ্চন। তিনি ট্যুইটারে টটেনহ্যামের প্রতিপক্ষ চেলসির জার্সি হাতে বিরাটের একটি ছবি পোস্ট করেছেন।



বিরাট কোনওদিন তাঁর পছন্দের ফুটবল ক্লাবের নাম জানাননি। তবে অনেকেরই ধারণা, তিনি চেলসি ও রিয়াল মাদ্রিদের সমর্থক। তিনি গত বছরের সেপ্টেম্বরে ভারতীয় দলের ইংল্যান্ড সফরের সময় সাউদাম্পটনের স্ট্রাইকার ড্যানি ইঙ্গসের কাছ থেকে জার্সি উপহার পেয়েছিলেন। এবার বিশ্বকাপের ঠিক আগে কেনের সঙ্গে দেখা করলেন বিরাট।