লন্ডন: আর কয়েকদিন পরেই শুরু হচ্ছে বিশ্বকাপ। তার আগে আজ নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলতে নেমেছে ভারতীয় দল। এই ম্যাচে অবশ্য বিরাট কোহলিরা ব্যাট হাতে ভাল পারফরম্যান্স দেখাতে পারলেন না।


এরই মধ্যে চোখ রাখা যাক পরিসংখ্যানে। বিশ্বকাপে এখনও পর্যন্ত ভারতের হয়ে সবচেয়ে বেশি রান করা ব্যাটসম্যানের নাম সচিন তেন্ডুলকর। এই কিংবদন্তী ৬টি বিশ্বকাপে ৪৫ ম্যাচে ২,২৭৮ রান করেন। বিশ্বকাপে ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি শতরান করার রেকর্ডও সচিনের দখলে। তিনি মোট ৬টি শতরান করেন। এক্ষেত্রে দ্বিতীয় স্থানে আছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বিশ্বকাপে কোনও একটি ম্যাচে ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি রান বাংলার মহারাজের। ১৯৯৯ বিশ্বকাপে টনটনে শ্রীলঙ্কার বিরুদ্ধে সৌরভের ১৮৩ রানের ইনিংস এখনও ভারতীয় ক্রিকেটপ্রেমীদের মনে আছে।

বিশ্বকাপে ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ড জাহির খানের দখলে। এই বাঁহাতি পেসার ২৩টি ম্যাচে ৪৪ উইকেট নেন। একটি ম্যাচে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ড আবার আশিস নেহরার। এই বাঁহাতি পেসার ২০০৩ বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে ২৩ রান দিয়ে ৬ উইকেট নেন।

বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচে ভারতীয় দলকে নেতৃত্ব দেওয়ার রেকর্ড রয়েছে মহম্মদ আজহারউদ্দিনের। ১৯৯২, ১৯৯৬ ও ১৯৯৯ বিশ্বকাপে মোট ২৩টি ম্যাচে ভারতীয় দলকে নেতৃত্ব দেন আজহার।

বিশ্বকাপে ভারতীয় দলের সফলতম উইকেটরক্ষক মহেন্দ্র সিংহ ধোনি। ২০০৭, ২০১১ ও ২০১৫ বিশ্বকাপ মিলিয়ে মোট ৩২টি আউটের সঙ্গে যুক্ত ছিলেন ধোনি।