কলকাতা: করোনার প্রতিষেধকের প্রথম ডোজ় নিয়ে তবেই ওঠা যাবে ইংল্যান্ডগামী বিমানে। ভারতীয় ক্রিকেটারদের জন্য এরকমই নির্দেশিকা দিয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়দের ক্রিকেট বোর্ড। সেই নির্দেশ মেনে অধিনায়ক বিরাট কোহলি থেকে শুরু করে অজিঙ্ক রাহানে, ঋষভ পন্থ, চেতেশ্বর পূজারা, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ও ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের দলে থাকা সকলেই ভ্যাকসিনের প্রথম ডোজ় নিয়েছেন। কোচ রবি শাস্ত্রীও প্রথম ডোজ় নিয়েই শিবিরে যোগ দিচ্ছেন।


তবে দুজন ক্রিকেটারের ক্ষেত্রে এই নিয়ম শিথিল করার পথে হাঁটতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। দলের দ্বিতীয় উইকেটকিপার-ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহা ও পেসার প্রসিদ্ধ কৃষ্ণ। দুজনই সম্প্রতি করোনা আক্রান্ত হয়েছিলেন। ঋদ্ধিমান সাহা আইপিএল চলাকালীনই সংক্রমিত হন। তিনি দিল্লিতে সানরাইজার্স হায়দরাবাদের টিমহোটেলেই কোয়ারেন্টিনে ছিলেন। রবিবার তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসায় সোমবার রাতে কলকাতায় ফিরেছেন। আর কলকাতা নাইট রাইডার্সের পেসার কৃষ্ণ আইপিএল শেষ হয়ে যাওয়ার পর বাড়ি ফিরে করোনা আক্রান্ত হন।


দুজনেরই টিকাকরণ আটকে যেতে চলেছে চিকিৎসকদের সুপারিশে। কারণ, মেডিক্যাল গাইডলাইন অনুযায়ী সংক্রমিতদের করোনা রিপোর্ট নেগেটিভ আসার পর অন্তত ২৮ দিন ভ্যাকসিন নেওয়া যায় না। ঋদ্ধিমান ও কৃষ্ণ সম্ভবত টিকা না নিয়েই ইংল্যান্ডগামী বিমানে উঠবেন।


নাম প্রকাশ করা যাবে না, এই শর্তে মঙ্গলবার বোর্ডের এক শীর্ষ কর্তা এবিপি লাইভকে বললেন, 'চিকিৎসকদের পরামর্শ নিয়েই ওদের দুজনের ব্যাপারে কী করা হবে তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে মেডিক্যাল সায়েন্সের বাইরে গিয়ে তো কিছু করতে পারি না আমরা। তাই হয়তো ভ্যাকসিন না নিয়েই ওদের ইংল্যান্ড যেতে হবে।'


বুধবার, ১৯ মে মুম্বইয়ে একত্রিত হওয়ার কথা ভারতীয় ক্রিকেটারদের। সেখানে দু'সপ্তাহ কোয়ারেন্টিনে থেকে তারপর সকলে জৈব সুরক্ষা বলয়ে প্রবেশ করবেন। ২ জুন বিশেষ চার্টার্ড ফ্লাইটে করে ইংল্যান্ডে উড়ে যাওয়ার কথা কোহলিদের। তাঁদের সঙ্গে একই বিমানে যাওয়ার কথা মিতালি রাজ-সহ মহিলা ক্রিকেট দলেরও।


ভ্যাকসিন নেওয়া নিয়ে সংশয়ে রয়েছেন ঋদ্ধিমানও। এবিপি লাইভ-কে তিনি বলেছেন, 'সংক্রমিত হলে করোনা রিপোর্ট নেগেটিভ আসার পর অন্তত ২৮ দিন ভ্যাকসিন নেওয়া যায় না বলেই জানি। যদি ভ্য়াকসিন ছাড়া ইংল্যান্ডে না যেতে দেয়, তা হলে যাওয়া হবে না।' টানা বায়ো বাবলে থাকার বিষয়টাকে অবশ্য বেশি গুরুত্ব দিচ্ছেন না তিনি। ঋদ্ধি বলেছেন, 'বায়ো বাবল নিয়ে অনেক কথা হচ্ছে। তবে আমরা তো সবসময় জনসমাগমের মধ্যে যেতে পারি না। এই ধরুন বিরাট কোহলি কদিন বাড়ি থেকে বেরোয়? আপাতত কয়েকদিন বাড়িতেই শরীরচর্চা করব। উইকেটকিপিংয়ের কিছু ড্রিল প্র্যাক্টিস করব। তারপর তো আবার প্রায় চারমাস বাড়ি থাকব না।'


বোর্ড সূত্রে খবর, ইংল্যান্ডে থাকাকালীনই বিরাট-রোহিত শর্মাদের করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ় দেওয়া হবে। এ ব্যাপারে ইংল্যান্ড ও ওয়েলশ ক্রিকেট বোর্ডের সঙ্গে প্রাথমিক কথা বলে রেখেছে বিসিসিআই। সম্ভবত তখন বা তার আগে ঋদ্ধি ও প্রসিদ্ধর প্রথম ডোজ়ের ব্যবস্থা করা হবে।


মানসিকভাবে ফুরফুরে থাকুন, করোনা সারবে তাড়াতাড়ি, সুস্থ হয়ে বলছেন ঋদ্ধিমান