লাহৌর: করোনা আক্রান্ত মহম্মদ আমির (Mohammed Amir)। পাকিস্তানের তারকা পেসার নিজেই সোশ্যাল মিডিয়ায় জানালেন সেই খবর। তবে আশঙ্কার কিছু নেই বলে জানিয়েছেন আমির। এ-ও জানিয়েছেন যে, তিনি সুস্থ আছেন। তবে আবু ধাবি টি-টেন লিগে খেলবেন না তিনি।


আমির বৃহস্পতিবার সকালে ট্যুইট করেন, 'আমি করোনা আক্রান্ত বলে এ বছরের টি-টেন লিগে খেলছি না। তবে আমি ভাল আছি। দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করুন।'



কিছুদিন আগেই যশপ্রীত বুমরার প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন বাঁহাতি পাক পেসার মহম্মদ আমির। তাঁর মতে, টি-টোয়েন্টিতে বুমরাই বিশ্বসেরা পেসার। নিজের ইউটিউব চ্যানেলে আমির বলেছিলেন, ‘‘এখনই বুমরার সঙ্গে শাহিন শাহ আফ্রিদির তুলনা বোকামি। শাহিনের বয়স কম। অনেক কিছু শিখছে। বুমরা সেখানে বেশ কয়েক বছর ধরে ভারতীয় বোলিং আক্রমণের মূল স্তম্ভ। ও-ই টি-টোয়েন্টিতে এখন বিশ্বসেরা পেসার। বিশেষ করে শেষের দিকের ওভারগুলোতে।’’ যোগ করেছিলেন, ‘‘এটাও সত্যি, শাহিনই এই মুহূর্তে আমাদের সেরা জোরে বোলার। গত দেড় বছরে ওর বোলিং দেখে সেটাই মনে হয়েছে। নতুন বলে বুমরা অসাধারণ। কিন্তু তরুণদের মধ্যে শাহিনও উঠে এসেছে। নতুন বলটাও ভাল করছে।’’


টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান ভারতকে হারানোর পর হরভজনের সঙ্গে বাগযুদ্ধ বেঁধে গিয়েছিল আমিরের। আমির ট্যুইটারে হরভজনকে ট্যাগ করে লেখেন, "সবাইকে হ্যালো। একটা জিনিস জানবার ছিল, হরভজন সিং পাজি টিভি ভাঙেননি তো! দিনের শেষে এটা ক্রিকেট।" ২০১৬ সালে টি-২০ বিশ্বকাপের আয়োজক দেশ ছিল ভারত। সেবার সুপার টেনের ম্যাচে কলকাতার ইডেন গার্ডেন্সে মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। শাহিদ আফ্রিদির পাকিস্তানকে কুড়ি ওভারের মধ্যে ১১৮ রানে বেঁধে ফেলেছিল ধোনির ভারত। জবাবে বিরাট কোহলির ব্যাটে (৩৭ বলে ৫৫) ভর করে ভারত ম্যাচ জিতেছিল ৬ উইকেটে। ওই ম্যাচের পর বহু পাকিস্তানি সমর্থক হতাশায় টিভি ভেঙেছিলেন। তারপর থেকেই এমনটা মনে কর হয় যে, পাকিস্তান বিশ্বকাপের আসরে ভারতের কাছে হারলেই ফের না টিভি ভাঙে! যদিও এবার উল্টো হওয়ায় আমির কটাক্ষ করেছিলেন ভাজ্জিকে।