সিডনি: অ্যাশেজের ইতিহাসে প্রথম দিন-রাতের টেস্ট অনুষ্ঠিত হতে চলেছে ২০১৭ সালের ডিসেম্বরে। অ্যাডিলেডে হবে এই ম্যাচ। ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে অ্যাশেজের যে ক্রীড়াসূচি প্রকাশ করা হয়েছে তাতে দেখা যাচ্ছে, গাব্বায় আগামী বছরের ২৩ নভেম্বর থেকে শুরু হচ্ছে প্রথম টেস্ট। ২ ডিসেম্বর থেকে অ্যাডিলেডে শুরু দ্বিতীয় টেস্ট। এই টেস্ট হবে দিন-রাতের।

ক্রিকেট অস্ট্রেলিয়ার চিফ এগজিকিউটিভ জেমস সাদারল্যান্ড বলেছেন, পার্থে ৬০ হাজার দর্শকাসনবিশিষ্ট একটি নতুন স্টেডিয়াম তৈরির কাজ চলছে। সেই নতুন স্টেডিয়ামেই তৃতীয় টেস্ট হবে।