কলকাতা: এশিয়া কাপের ট্রায়ালে অদিতি জয়সবাল (Aditi Jaiswal) নিজের পারফরম্যান্সে নজর কেড়েছিলেন। তাঁর দুরন্ত ফর্ম অব্যাহত। ট্রায়ালেও আবারও দুর্দান্ত পারফর্ম করে শুধু এশিয়ান গেমস ২০২৩-এই নয়, বার্লিনে অনুষ্ঠিত বিশ্বচ্যাম্পিয়নশিপ এবং বিশ্বকাপ সিজনেও ভারতীয় জাতীয় তিরন্দাজি দলে নিজের জায়গা করে নিয়েছেন অদিতি।
তিরন্দাজিতে সাফল্য
উল্টোডাঙার কলকাতা পুলিশ ডিআরবি তিরন্দাজি অ্যাকাডেমিতে প্রাক্তন অলিম্পিয়ান রাহুল বন্দোপাধ্যায়ের (Rahul Banerjee) তত্ত্বাবধানে প্রস্তুতি সারছিলেন অদিতি। তিনি দোলা ও রাহুল বন্দোপাধ্যায় স্পোর্টস ফাউন্ডেশনেরই ছাত্রীও বটে। বাংলায় তিনদিনের ট্রায়ালের পর অদিতি অতনু দাসের পর দ্বিতীয় স্থানে থেকে প্রথমবার এশিয়ান গেমসে নামার যোগ্যতা অর্জন করেন অদিতি। অবশ্য, অদিতি প্রথম নয়, সাম্প্রতিক সময়ে রাহুল ও দোলা বন্দোপাধ্যায়ের সুবাদে বাংলার তিরন্দাজিতে বেশ ভালই পারফর্ম করেছে। তাঁদের গড়া ফাউন্ডেশনের মাধ্যমেই একাধিক উঠতি তিরন্দাজ সঠিক অনুশীলন পাচ্ছে। প্রতিভা অন্বেষণ থেকে তাঁদের আর্থিকভাবে সাহায্যও করে ওই ফাউন্ডেশন। তাই অদিতি উন্নতির পিছনে রাহুলের অবদান থাকায় কেউই খুব একটা অবাক হবেন না।
উচ্ছ্বসিত কোচ
ছাত্রীর সাফল্যে কিন্তু বেশ উচ্ছ্বসিত রাহুল। অদিতি প্রসঙ্গে কথা বলতে গিয়ে রাহুল বলেন, 'অদিতি অত্যন্ত প্রতিভাবান একজন তিরন্দাজ। আমরা যেমন পরিকল্পনা তৈরি করেছিলাম, ও ঠিক তেমনই খেলেছে। ওকে বলেছিলাম চাপে পড়লেও সবসময় মাথা ঠান্ডা রাখতে হবে। ও এমনটা করতে পারায় আমি ভীষণ খুশি। আশা করছি ভারতের হয়েও অদিতি ভাল পারফর্মই করবে।' প্রসঙ্গত, আন্তর্জাতিক তিরন্দাজি আউটডোর সেশন ২০২৩-র জন্য নির্বাচিত ভারতীয় দলে বাংলা থেকে একমাত্র তিরন্দাজ হিসাবে অদিতিই সুযোগ পেয়েছেন।
হরমনপ্রীতের নজির
চলতি মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম দুই ম্যাচ জিতলেও, গত ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে পরাজিত হতে হয়েছিল ভারতীয় দলকে। তাই সেমিফাইনালে নিজেদের জায়গা পাকা করতে সোমবার, ২০ ফেব্রুয়ারি আয়ার্ল্যান্ডকে (IND vs IRE) হারাতে হবে টিম ইন্ডিয়াকে। বিশ্বকাপের সেমিতে পৌঁছনোর লক্ষ্য নিয়েই মাঠে নামতে চলেছে ভারত। তবে ম্যাচের ফলাফল যাই হোক না কেন, ভারতীয় অধিনায়ক হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur) এই ম্যাচে অংশগ্রহণ করেই এক নতুন ইতিহাস গড়ে ফেললেন।
এটি হরমনপ্রীত কৌরের ১৫০তম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ। বিশ্বের প্রথম ক্রিকেটার হিসাবে ১৫০টি বিশ ওভারের আন্তর্জাতিক ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করলেন হরমনপ্রীত। পুরুষ বা মহিলা, বিশ্বের কোনও দেশের আর কোনও ক্রিকেটারের দখলে এই কীর্তি নেই।
আরও পড়ুন: ফ্রি কিকে অবিশ্বাস্য গোল মেসির, লিলের বিরুদ্ধে জিতে লিগ ওয়ানের শীর্ষে পিএসজি