ব্যাঙ্কক: প্রথম ভারতীয় হিসেবে স্যাংসম ৬ রেড স্নুকার বিশ্ব চ্যাম্পিয়নশিপে পদক পেয়ে ইতিহাস গড়লেন পঙ্কজ আডবাণী। তিনি সেমিফাইনালে চিনের ডিং জুনহুইয়ের কাছে হেরে ব্রোঞ্জ পেয়েছেন। কোয়ার্টার ফাইনালে ওয়াকওভার পেয়েছিলেন আডবাণী। তখনই তাঁর পদক জয় নিশ্চিত হয়ে যায়।

 

ভারতের প্রথম খেলোয়াড় হিসেবে এই সাফল্য পেয়ে আডবাণী বলেছেন, ‘এই প্রতিযোগিতায় কঠিন লড়াইয়ের পর পদক জিততে হয়েছে। ভাল পারফরম্যান্স দেখাতে না পারলে পদক পেতাম না। এই সাফল্য পেয়ে খুব ভাল লাগছে।’ গ্রুপের খেলায় ডিংকে হারিয়ে দিয়েছিলেন আডবাণী। কিন্তু সেমিফাইনালে তাঁকে হারতে হল। তবে এই হারে হতাশ নন ভারতের সেরা স্নুকার খেলোয়াড়।