বার্মিংহাম: আগামীকাল চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে ভারতকেই এগিয়ে রাখছেন হরভজন সিংহ। এই অফস্পিনারের মতে, বড় ম্যাচের চাপ সামাল দেওয়ার দক্ষতাসম্পন্ন তরুণ খেলোয়াড়ের সংখ্যা ভারতীয় দলে বেশি। পাকিস্তান দলে এই ধরনের খেলোয়াড়ের অভাব রয়েছে। সেই কারণে এই ম্যাচে ভারতই এগিয়ে।
হরভজনের আরও দাবি, এই ম্যাচ নিয়ে যতই উন্মাদনা তৈরি হোক না কেন, পাকিস্তানকে নিয়ে ভারতের বিশেষ চিন্তা নেই। দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডের বিরুদ্ধে খেলা হলে অনেক বেশি সমস্যায় পড়ে ভারত। তবে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ সবসময় অন্যরকম। সেটা মাথায় রাখতেই হবে।
২০১১ সালের বিশ্বকাপের সেমিফাইনালে মোহালিতে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের কথা স্মরণ করে হরভজন বলেছেন, ‘ওই ম্যাচের আগের রাতে আমি ঘুমোতে পারিনি। আমরা যদি হেরে যাই তাহলে সবাই কী বলবেন, সেটাই শুধু ভাবছিলাম। হেরে গেলে যাতে ক্ষুব্ধ দর্শকরা আমার বাড়িতে ভাঙচুর না করেন, তার জন্য কয়েকজনকে নজর রাখারও অনুরোধ জানিয়েছিলাম। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে এমনই অবস্থা হয়। মনে হয় যেন আমরা যুদ্ধ করতে চলেছি।’
এজবাস্টনে আগামীকালের এই ম্যাচ ঘিরে দু দলের সমর্থকরাই উত্তেজনায় ফুটছেন। ভারতের বহু যুদ্ধের নায়ক হরভজনের মতে, এই ম্যাচে চাপ সামাল দিতে পারাই আসল। ভারত-পাক ম্যাচে চাপই সবকিছুকে ছাপিয়ে যায়। যে দল ভালভাবে চাপ সামাল দিতে পারে, সেদিন তারাই জেতে। গত কয়েক বছর ধরে চাপ কাটানো আয়ত্ত করে ফেলেছে ভারত। শুধু পাকিস্তান নয়, যে কোনও দলের বিরুদ্ধেই চাপ সামাল দিতে পারেন ভারতীয় ক্রিকেটাররা। এখানেই পিছিয়ে আছে পাকিস্তান। একসময় ওয়াসিম আক্রম, ওয়াকার ইউনিস, সাকলিন মুস্তাক, সইদ আনোয়ার, ইনজামাম উল হক, মহম্মদ ইউসুফের মতো ক্রিকেটাররা একসঙ্গে খেলতেন। পাকিস্তানের বর্তমান দলের সঙ্গে অতীতের সেই দলের কোনও তুলনাই হয় না।
হরভজন সেই বিরল ক্রিকেটারদের অন্যতম যিনি চ্যাম্পিয়ন্স ট্রফি, টি-২০ বিশ্বকাপ এবং একদিনের বিশ্বকাপ জয়ী দলে ছিলেন। বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে থাকলেও, সব খুঁটিনাটি খবর তাঁর নখদর্পণে। ভারতের তুলনায় পাকিস্তানকে পিছিয়ে রাখলেও, শোয়েব মালিক ও মহম্মদ আমিরকে বিপজ্জনক খেলোয়াড় বলে মনে করছেন ভাজ্জি। তিনি উইকেটকিপার-ব্যাটসম্যান সরফরাজ আহমেদেরও প্রশংসা করেছেন। তবে হরভজনের মতে, পাকিস্তানের ব্যাটিং বিভাগ দক্ষিণ আফ্রিকা বা ভারতের মতো শক্তিশালী নয়। পাকিস্তান দলে এবি ডিভিলিয়ার্স, ফাফ দু প্লেসি, মহেন্দ্র সিংহ ধোনি, বিরাট কোহলি, অজিঙ্ক রাহানে, রোহিত শর্মার মতো ব্যাটসম্যান নেই।
বড় ম্যাচের চাপ সামাল দেওয়ার ক্ষমতার জন্যই এগিয়ে ভারত, মনে করছেন হরভজন
Web Desk, ABP Ananda
Updated at:
03 Jun 2017 07:59 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -