দোহা: এএফসি এশিয়ান কাপের (AFC Asian Cup) প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে পরাজয়ের পর উজবেকিস্তানের কাছেও হেরেছে ভারত (Indian Football Team)। ফলে তাদের নক আউটে যাওয়ার আশা অনেকটাই ফিকে হয়ে গিয়েছে। কিন্তু সিরিয়ার বিরুদ্ধে জিতে এই আশা ফের জাগিয়ে তুলতে চান ভারতীয় দলের তারকা মিডফিল্ডার সহাল আব্দুল সামাদ। তাঁর আশা, শেষ ম্যাচে সিরিয়াকে হারাতে পারলে তিন নম্বর দলগুলির মধ্যে অন্যতম সেরা হিসেবে নক আউট পর্বে ওঠার সম্ভাবনা থাকবে ভারতের।



আগামী মঙ্গলবার বিকেলে গ্রুপ পর্বে ভারতের শেষ ম্যাচ বিশ্বের ৯১ নম্বর সিরিয়ার বিরুদ্ধে। গোলশূন্য ড্র দিয়ে শুরু করে সিরিয়া অস্ট্রেলিয়ার কাছে ০-১-এ হেরে আপাতত এক পয়েন্ট নিয়ে লিগ টেবলের তিন নম্বরে রয়েছে। তাদের দুর্ভেদ্য রক্ষণে চিড় ধরিয়ে জয় পাওয়া ভারতের পক্ষে সোজা হবে না। তবে এই ম্যাচ জিতে সম্মান বাঁচানোর লড়াইয়ে নামবে ভারত।


চলতি এশিয়ান কাপের গ্রুপ পর্বে তাঁদের শেষ ম্যাচ নিয়ে সহাল আইএসএলের ওয়েবসাইটে বলেছেন, “পরের ম্যাচে আমাদের ভাল খেলতেই হবে। তিন পয়েন্ট জিততেই হবে। অন্য গ্রুপের দিকেও তাকিয়ে রয়েছি আমরা। সন্দেশ (ঝিঙ্গন) ভাই বলছিল, সিরিয়াকে হারাতে পারলে আমাদের নক আউটে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমরা সেই চেষ্টাই করছি। আশা করি, মঙ্গলবার নিজেদের সেরাটা দিয়ে শেষ ম্যাচটা জিতব”।

মোহনবাগান সুপার জায়ান্টের ২৬ বছর বয়সী এই উইঙ্গার মনে করেন, এতদিন যা ভুল করেছে ভারতীয় দল, সেগুলো শুধরে নিয়ে মাঠে নামলে সিরিয়াকে হারানো সম্ভব। তিনি বলেন, “প্রতি ম্যাচই এক নতুন সুযোগ। একটা ম্যাচে হেরেছি ঠিকই। কিন্তু ৩-৪ দিন পরে আমাদের সামনে আবার একটা সুযোগ আসবে। ওদের আমরা সহজে ছাড়ব না। নিজেদের স্বাভাবিক ও সেরা খেলাটা দিতে হবে আমাদের। দল হিসেবে খেলতে হবে। খেলাটা উপভোগ করতে হবে”।

লিগ টেবলের যা অবস্থা, তাতে এই ম্যাচে জিতলে সিরিয়ারও নক আউটে ওঠার সম্ভাবনা থাকবে। তাই ম্যাচটি আকর্ষণীয় হয়ে উঠবে বলে সহালের ধারণা। বলেন, “ওদেরও ম্যাচটা জেতা দরকার। দুই দলেরই লক্ষ্য যেখানে জেতা, সেখানে কারা জিততে বেশি মরিয়া, এটাই সবচেয়ে জরুরি। আশা করি, তিন পয়েন্ট পেয়ে আমরা কোয়ালিফাই করব”।

তিনি নিজে এই ম্যাচে খেলতে পারবেন কি না, সেই ব্যাপারে অবশ্য এখনও নিশ্চিত হতে পারেননি সহাল। চোটের জন্য গত দুটি ম্যাচেই মাঠে নামেতে পারেননি তিনি। তবে গ্রুপের শেষ ম্যাচে অবশ্যই খেলতে চান। ভারতীয় দলও মাঝমাঠে তাঁর অভাব টের পাচ্ছে। এই নিয়ে সহাল বলেন, “আমি এখনও পুরোপুরি ফিরে আসতে পারিনি। ফিজিও, ডাক্তার ও কোচদের সাহায্য নিয়ে চেষ্টা করে যাচ্ছি ফেরার। আশা করি, পরের ম্যাচের আগে তৈরি হয়ে যাব”।

সুযোগ পেলে যে নিজের সেরাটা দেওয়ারই চেষ্টা করবেন, সেই নিশ্চয়তা দিয়ে সহাল বলেন, “আমি যদি শেষ ম্যাচে মাঠে নামার সুযোগ পাই, তা হলে অবশ্যই একশো শতাংশ দেওয়ার চেষ্টা করব। আমিই এখানে সব নই, দলই সব। দ্রুত মাঠে ফিরতে পারলে সবচেয়ে বেশি খুশি হব আমিই”।


আরও পড়ুন: পারিবারিক সমস্যাতেও লক্ষ্যে অটল, শামির তত্ত্বাবধানে বাংলায় তৈরি হচ্ছে নতুন পেস-অস্ত্র


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে