হাংঝৌ: এশিয়ান গেমসে (Asian Games 2023) গ্রুপ 'এ'-তে নিজেদের প্রথম ম্যাচে চিনের মুখোমুখি হয়েছিল ভারতীয় ফুটবল দল (IND vs CHN)। সুনীল ছেত্রীরা ম্যাচের প্রথমার্ধে লড়াই করলেও, দ্বিতীয়ার্ধে একেবারেই তেমন প্রভাব ফেলতে পারলেন না। ১-৫ গোলের বিশাল ব্যবধানে পরাজিত হতে হল ব্লু টাইগার্সদের। ম্যাচের ১৬ মিনিটে গোল খেয়ে পিছিয়ে পড়লেও রাহুল কেপি প্রথমার্ধ শেষ হওয়ার আগে দলের হয়ে সমতা ফেরান। তবে শেষমেশ ৯০ মিনিটের লড়াইয়ের পর হতাশ হয়েই মাঠ ছাড়তে হল ভারতকে।
আয়োজক চিন ম্যাচের শুরুটা দুর্দান্তভাবে করে। দুই উইং থেকে ভারতীয় বক্সে উড়ে আসতে থাকে একের পর এক ক্রস। ম্যাচের প্রথম ১০ মিনিটেই গুরমীত সিংহকে দুইটি ভাল সেভ করতে হয়। কর্নার থেকে ভারতীয় রক্ষণের ব্যর্থতায় জাও তিয়ান্নি গোল করে চিনকে লিডকে এনে দেন। ভারত প্রথমার্ধেই আরও পিছিয়ে পড়তে পারত। টান লংকে পেনাল্টি বক্সের মধ্যে গুরমীত ফাউল করায় চিন পেনাল্টি পায়। তবে চিনের অধিনায়ক জু়র শট বাঁচিয়ে দেন ভারতীয় গোলরক্ষক।
প্রথমার্ধের শেষের দিকে চিনের ফুটবলার খানিকটা ক্লান্ত হয়ে পড়ায় আক্রমণের ঝড় কমে। এরই সুযোগে এক চোখধাঁধানো টিম গোল করে ভারত। তিকিতাকা স্টাইলে একাধিক পাস খেলার পর আব্দুল রাব্বির বাড়ানো বল দুরন্ত গতির পরিচয় দেখিয়ে নিজের দখলে আনেন রাহুল কেপি। তারপর জোরাল শটে প্রথম পোস্টেই চিনের গোলকিপারকে পরাস্ত করে ভারতীয় দলকে সমতায় ফেরান তিনি। প্রথমার্ধ শেষ হয় সমতায়, ১-১ স্কোরলাইনে।
দ্বিতীয়ার্ধে জয়ের আশায় চিন কিন্তু শুরু থেকেই তেড়েফুড়ে আক্রমণ গড়ে তোলা শুরু করে। ৫০ মিনিটে দাইয়ের দূরপাল্লার শটে ফের একবার ম্যাচে লিড নিতে সক্ষম হয় আয়োজক দেশ। ম্যাচের সময় গড়ালে ভারতীয় ফুটবলারদের ক্লান্তি স্পষ্টতই চোখে পড়ে। রাব্বি, ব্রাইস মিরান্ডারা পেশিতে টান ধরা শুরু হয়। এর প্রভাব ম্যাচেও পরে। দ্বিতীয়ার্ধের শেষদিকে কার্যত একপেশে হয়ে যায় ম্যাচ। চিনের হয়ে তাও অল্প সময়ের ব্যবধানে জোড়া গোল করে। ম্যাচ শেষ হওয়ার আগে ইনজুরি টাইমে পরিবর্ত হিসাবে নামা হাও ফ্যাং চিনের হয়ে পঞ্চম গোলটি করেন।
এই বড় পরাজয় সত্ত্বেও অবশ্য সুনীল ছেত্রীদের পরবর্তী রাউন্ডে পৌঁছনোর আশা শেষ হয়ে যায়নি। পরের দুই ম্যাচে বাংলাদেশ এবং মায়ানমারকে হারাতে পারলেই তাঁরা পরবর্তী রাউন্ডে পৌঁছতে পারবে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: বধূ নির্যাতন মামলায় আলিপুর কোর্টে হাজিরা দিলেন মহম্মদ শামি, আবেদন জানালেন জামিনের