দোহা: এএফসি কাপ চ্যাম্পিয়ন হওয়ার ইতিহাস অধরা থাকল বেঙ্গালুরু এফসির৷ ইরাকের এয়ারফোর্স ক্লাবের কাছে ১-০ গোলে হার বেঙ্গালুরু এফসির৷ ভারতের প্রথম ক্লাব হিসেবে এএফসি কাপ জয়ের হাতছানি ছিল সুনীল ছেত্রীদের সামনে৷ শুরু থেকেই ইরাকের ক্লাবের সঙ্গে সমানে সমানে লড়াই ছিল বেঙ্গালুরু এফসির৷ গোলের বেশ কয়েকটি সুযোগও তৈরি করেন লিংডোরা৷ প্রথমার্ধ গোলশূন্য থাকার পর ৭১ মিনিটে হামাদির গোলে অবশেষে চ্যাম্পিয়ন হয় এয়ারফোর্স ক্লাব৷ ইতিহাস অধরা থাকলেও, প্রতিপক্ষের সঙ্গে সুনীলদের লড়াই দেখে অভিভূত ফুটবলমহল৷