এএফসি কাপের প্রথম ম্যাচেই জয়, কলম্বো এফসি-কে ২-১ হারাল মোহনবাগান
ABP Ananda, web desk
Updated at:
31 Jan 2017 07:04 PM (IST)
NEXT
PREV
কলম্বো: এএফসি কাপের গ্রুপের প্রথম ম্যাচেই জয় মোহনবাগানের৷ সুগাথাদাসা স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই দাপট সঞ্জয় সেনের দলের৷ মাত্র ১৩ মিনিটে কেন লুইসের গোলে এগিয়ে যায় বাগান৷ নিজেদের ঘরের মাঠে কলম্বো এফসি পিছিয়ে পড়ে কাউন্টার অ্যাটাকের পথ নেয়৷ ম্যাচের ৩০ মিনিটে আফিজ ওলোফিনের গোলে সমতায় ফেরে শ্রীলঙ্কার দলটি৷ প্রথমার্ধে ১-১ থাকার পর দ্বিতীয়ার্ধের শুরুতেই ফের চেনা ছন্দে মোহনবাগান৷ বল কন্ট্রোল থেকে বিপক্ষের বক্সে আক্রমণ- প্রতিপক্ষের থেকে তখন অনেক এগিয়ে বাগানের পারফরম্যান্স৷ বেশ কয়েকবার গোলের সুযোগ এলেও অবশেষে ম্যাচের ৭১ মিনিটে শেহনাজ সিংহের গোলে অবশেষে জয় নিশ্চিত হয় মোহনবাগানের৷
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -