নয়াদিল্লি: সদ্যমাত্র ফিফার নির্বাসন উঠেছে ভারতের উপর থেকে। তারপর মাত্র কয়েকদিন কাটতে না কাটতেই ফের চাপে ভারতীয় ফুটবল ফেডারেশন (এআইএফএফ)। এবার ফিফা নয়, বরং এফসির (AFC) শাস্তির মুখে পড়তে হল ফেডারেশনকে। ভারতীয় ফেডারেশনকে (AIFF) মোটা অঙ্কের জরিমানা করল এশিয়ার সর্বোচ্চ ফুটবল নিয়ামক সংস্থা। কিন্তু কেন? 


মোটা অঙ্কের জরিমানা


ফেডারেশনের শাস্তির কারণ হল এশিয়ান কাপের যোগ্যতাঅর্জন পর্বে ম্যাচে সমর্থকের মাঠে অনুপ্রবেশ। জুন মাসে কলকাতার সল্টলেক স্টেডিয়ামেই এশিয়ান কাপের যোগ্যতাঅর্জন পর্বের ম্যাচগুলি খেলে ভারতীয় ফুটবল দল। সেখানে আফগানিস্তান এবং হংকংয়ের বিরুদ্ধে দুই ম্যাচে মাঠের মধ্যে দর্শকের অবৈধ অনুপ্রবেশের জন্যই শাস্তির মুখে পড়ল ফেডারেশন। এর জেরেই ১৮ হাজার মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ১৪ লক্ষ ৪০ লাখ টাকা) জরিমানার করা হয়েছে ভারতীয় ফেডারেশনকে।


আফগানদের বিরুদ্ধে ম্যাচে এক দর্শক ভারতীয় দলের সংরক্ষিত টেকনিক্যাল এরিয়াতে ঢুকে পড়েন। এর জেরে এএফসির শৃঙ্খলারক্ষা কমিটি ফেডারেশনকে, ম্যাচ চলাকালীন সুরক্ষা বজায় রাখার জন্য সবরকম ব্যবস্থা নেওয়া এবং মাঠ ও তার চারিপাশে শৃ্ঙ্খলারক্ষা, এই দুই নিয়মভঙ্গ করার জন্য আট হাজার মার্কিন ডলার জরিমানা করেছে। এরপর হংকং ম্যাচেও একই ঘটনা ঘটে। এরপর একজন নয়, দুই সমর্থক মাঠে খেলা ব্যাহত করার পাশাপাশি ভারতীয় দলের টেকনিক্যাল এরিয়াতেও ঢুকে পড়ে। এর জন্য পাঁচ-পাঁচ, মোট ১০ হাজার মার্কিন ডলার জরিমানা করা হয়েছে ফেডারেশনকে। 


এখনই দিতে হবে না সিংহভাগ জরিমানা


অবশ্য জরিমানার সিংহভাগই ফেডারেশনকে এখনই দিতে হবে না। প্রায় ১৩ হাজার ৫০০ মার্কিন ডলার জরিমানা আপাতত ফেডারেশনকে দিতে হচ্ছে না। যদি ভবিষ্যতে দুই বছরের মধ্যে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে, তখনই ফেডারেশনকে এই অর্থ জরিমানা দিতে হবে। বাকি মূল্যটা অবশ্য এড়ানোর কোনও পথ নেই। সেই অর্থটা এই সিদ্ধান্ত জানানোর ৯০ দিনের মধ্যেই এএফসির কাছে জমা করতে হবে ফেডারেশনের। প্রসঙ্গত, ভারতীয় ফুটবল দল আফগানিস্তান, কম্বোডিয়া এবং হংকং, তিন প্রতিপক্ষকেই মাত দিয়ে পরের বছরে এশিয়ান কাপের মূলপর্বে খেলার ছাড়পত্র পেয়ে গিয়েছে। এই টুর্নামেন্টই সম্ভবত ভারতীয় জার্সিতে সুনীল ছেত্রীর শেষ টুর্নামেন্ট হতে চলেছে।


আরও পড়ুন: পাকিস্তানের বিরুদ্ধে ধোনির স্টাইলে, ধোনিরই সর্বকালীন রেকর্ড ভেঙে দিলেন হার্দিক