পাথুম থানি: অনূর্ধ্ব ১৭ এএফসি এশিয়ান কাপে (U17 AFC Asian Cup) গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ড্র করল ভারতের ছোটরা। ভিয়েতনামের বিরুদ্ধে পিছিয়ে পড়েও গোল শোধ করে এক পয়েন্ট ঘরে তুলল ব্লু টাইগার্সরা।


ফিফা ব়্যাঙ্কিংয়ে ভারতের চেয়ে সামান্য এগিয়ে ভিয়েতনাম। শনিবার তাইল্যান্ডের পাথুম থানিতে ম্যাচের প্রথমার্ধের শেষ দিকে গোল করে ভিয়েতনামকে এগিয়ে দিয়েছিলেন লং ভু। ৪৪ মিনিটের মাথায় গোল হজম করে ভারত। প্রথমার্ধ শেষ হয়েছিল ১-০ ব্যবধানে। দ্বিতীয়ার্ধে ঝাঁঝ বাড়ায় ভারতীয় দল। পাল্টা আক্রমণের ঝড় তোলে ভারতীয় দলের ফুটবলাররা। ম্যাচের ৬৯ মিনিটে সমতায় ফেরে ভারত। লেফট ব্যাক মালেমনাম্বা থোকচম গোল শোধ করেন। ভারতকে এনে দেন ১ পয়েন্ট।


যদিও অনূর্ধ্ব ১৭ AFC এশিয়ান কাপে ভারতের যুব দলের সামনে এবার অগ্নিপরীক্ষা। কারণ, পরের দুই ম্যাচে ভারতের প্রতিপক্ষ উজবেকিস্তান ও জাপান। ফিফা ব়্যাঙ্কিয়ে যারা ভারতের চেয়ে অনেক এগিয়ে। শনিবার গ্রুপের অপর ম্য়াচে মুখোমুখি হয়েছিল এই দুই দেশ। জাপান বনাম উজবেকিস্তানের সেই ম্যাচ ১-১ গোলে অমীমাংসিতভাবে শেষ হয়।


 






ভিয়েতনামের বিরুদ্ধে বলের দখল সিংহভাগ সময়ই ছিল ভারতীয় ফুটবলারদের পায়ে। ম্যাচের শুরুর দিকেই কয়েকটি ফ্রি কিক পায় ভারত। বনলালপেকা গুইতে ও লালপেখলুয়া রালতে ভিয়েতনাম বক্সে বিপজ্জনকভাবে বল পাঠিয়েছিলেন। যদিও ভিয়েতনামের ডিফেন্ডাররা হেড করে বল বিপন্মুক্ত করেন। ড্যানি মিতেইয়ের একটি কর্নার থেকেও গোল পায়নি ভারত। ভিয়েতনামের দুই ডিফেন্ডারকে কাটিয়ে আকাশ তিরকের শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।


৪৪ মিনিটে প্রতি আক্রমণ থেকে গোল পেয়ে যায় ভিয়েতনাম। খেলার গতির বিরুদ্ধেই। প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে আরও একটি গোল হজম করতে পারত ভারত।


এরপরই মিডফিল্ডার আকাশ তিরকের পরিবর্তে গাংতেকে নামান ভারতের অনূর্ধ্ব ১৭ দলের হেড কোচ বিবিয়ানো ফার্নান্দেজ। তারপরই ম্য়াচে ফেরে ভারত। ড্যানির ব্যাক ভলি রুখে দেন ভিয়েতনামের গোলকিপার। শেষ পর্যন্ত থোকচম গোল পরিশোধ করেন। বাঁ পায়ের দূর পাল্লার শটে নিশানাভেদ করেন তিনি।


ভারতের অনূর্ধ্ব ১৭ দল: সাহিল, রিকি মিতাই, পরমবীর, সূর্যকুমার সিংহ, মালেমনাম্বা থোকচম, গুরনাজ সিংহ গ্রেওয়াল, বনলালপেকা গুইতে, করৌ সিংহ, আকাশ তিরকে (থঙ্গলালসৌন গাংতে), ড্যানি মিতেই (ওমং দোদুম), লালপেখলুয়া রালতে (গোগোচা চাংখাম)



আরও পড়ুন: সুনীলদের সামনে ফের কঠিন পরীক্ষা, কিংস কাপ খেলতে তাইল্যান্ডে যাবে ভারতীয় ফুটবল দল