কাবুল: আসন্ন এশিয়া কাপের (Asia Cup 2022) জন্য আফগানিস্তান (Afganistan) দল ঘোষিত হয়ে গেল। ১৭ সদস্যের দলে অধিনায়ক নির্বাচিত হয়েছেন মহম্মদ নবি। ৩৪ বছরের অলরাউন্ডার শামিউল্লাহ সিনওয়ারি। আফগান লেগস্পিনার রশিদ খানকে (Rashid Khan) দলে নেওয়া হয়েছে। আফগানিস্তান গ্রুপ বি-তে রয়েছে। দুবাইয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে আগামী ২৭ অগাস্ট অভিযান শুরু করছে আফগানিস্তান। এরপর ৩০ অগাস্ট বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নামবে তারা। সেদেশের ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক নূর মালিকজাই বলেন, ''এশিয়া কাপ আমাদের জন্য গুরুত্বপূর্ণ ইভেন্ট। সম্ভাব্য সেরা দলই গড়েছি। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অনেক দিন ধরে দূরে থাকলেও শিনওয়ারিকে দলে নেওয়া হয়েছে ঘরোয়া ক্রিকেটের পারফরম্যান্সের ভিত্তিতে।''
শিনওয়ারি দেশের জার্সিতে মোট ৬৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ২০১০ সাল থেকে। তবে ২০২০ সালের মার্চ মাস থেকে কোনও আন্তর্জাতিক ম্যাচ খেলেননি। সম্প্রতি ঘরোয়া ক্রিকেট লিগে ৯ ম্যাচে মোট ২০২ রান করেছেন।
বাঁহাতি স্পিনার নুর আহমেদকে দলে নেওয়া হয়েছে। তাঁকে মুজিব উর রহমানের বদলি হিসেবে দলে নেওয়া হয়েছে। এছাড়াও স্কোয়াডে রয়েছেন ইব্রাহিম জাদরান, হাসমতউল্লাহ শাহিদি ও নবীন উল হক তাঁদের জায়গা ধরে রেখেছেন স্কোয়াডে। উল্লেখ্য়, আয়ারল্যান্ডের বিপক্ষে চলতি সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টিতে হারের পর তৃতীয় ও চতুর্থ ম্যাচে জয় তুলে নিয়ে ঘুরে দাঁড়িয়েছে আফগানিস্তান।
আফগানিস্তান স্কোয়াড: মহম্মদ নবি (অধিনায়ক), নাজিবউল্লাহ জাদরান (সহ-অধিনায়ক), আফসোস জাজাই, আজমতউল্লাহ ওমরজাই, ফরিদ আহমেদ মালিক, ফজলহক ফারুকী, হাশমতউল্লাহ শহিদি, হজরতউল্লাহ জাজাই, ইবরাহিম জাদরান, করিম জানাত, মুজিব উর রহমান, নাজিবউল্লাহ জাদরান, নাভিন উল হক, নূর আহমেদ, রহমানউল্লাহ গুরবাজ, রশিদ খান ও সামিউল্লাহ শিনওয়ারি। রিজার্ভ : নিজাত মাসুদ, কাইস আহমেদ ও শরফউদ্দিন আশরাফ।
বাংলাদেশের স্কোয়াড ঘোষিত হয়েছে সম্প্রতি
এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। দীর্ঘ তিন বছর পর আন্তর্জাতিক টি-টোয়েন্টির মঞ্চে দেখা যাবে সাব্বির রহমানকে। তিনি ফিরেছেন স্কোয়াডে। এছাড়াও জিম্বাবোয়ে সিরিজে বিশ্রামের পর ফের জাতীয় দলে ফিরেছেন মুশফিকুর রহিম। তবে হ্যামস্ট্রিংয়ে চোটের জন্য ছিটকে গিয়েছেন লিটন দাস। দলে জায়গা পাননি শরিফুল ইসলাম ও নাজমুল হোসেন শান্ত।
গত বিপিএল মরসুম একদমই ভাল যায়নি সাব্বিরের। ৬টি ম্যাচ খেলে মাত্র ১০৯ রান করেছিলেন। তবে ঢাকা প্রিমিয়ার লিগ টুর্নামেন্টে ৩৯.৬১ গড়ে মোট ৫১৫ রান করেছিলেন এই ডানহাতি ব্যাটার। আর তার ফলেই নির্বাচকদের নজরে ফের চলে আসেন তিনি।