কাবুল: তালিবানের দখলে চলে গিয়েছে আফগানিস্তান। ২০ বছর পর। প্রাণভয়ে দেশ ছাড়তে প্লেনে ওঠার চেষ্টা, বিমানবন্দরে গুলিবৃষ্টি, মৃতদেহের সারি, উড়ন্ত বিমান থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু, একের পর এক দৃশ্য কাঁপিয়ে দিচ্ছে গোটা বিশ্বকে। তবে এই পরিস্থিতিতেও রশিদ খান, মহম্মদ নবিদের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা আটকাচ্ছে না।
আফগানিস্তান ক্রিকেট দলের মিডিয়া ম্যানেজার হিকমত হাসান সংবাদসংস্থাকে জানিয়েছেন, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে আফগানিস্তান। পাশাপাশি তিনি জানিয়েছেন, টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির জন্য জাতীয় দলকে অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজে পাঠানোর পরিকল্পনাও রয়েছে।
"হ্যাঁ, আমরা টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলব। প্রস্তুতি চলছে আর কয়েকদিনের মধ্যেই যে সমস্ত ক্রিকেটারকে এখনই পাওয়া যাবে তাঁদের নিয়ে কাবুলে শিবির শুরু হয়ে যাবে। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির জন্য অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে যে ত্রিদেশীয় সিরিজ করার কথা রয়েছে, সেটির কেন্দ্র চূড়ান্ত হয়ে যাবে শীঘ্রই। শ্রীলঙ্কা ও মালয়েশিয়া, দুই দেশের সঙ্গেই কথাবার্তা চলছে," বলেছেন হিকমত।
আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে কয়েকদিন আগেই উদ্বেগ প্রকাশ করেছিলেন রশিদ খান। দেশ থেকে তখন দফায় দফায় সেনা প্রত্যাহার করছিল মার্কিন যুক্তরাষ্ট্র। ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে জো বাইডেন মার্কিন প্রেসিডেন্ট হিসাবে মসনদে বসার পর থেকেই আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নেন। আফগানিস্তানের বিভিন্ন অংশে ফের মাথাচাড়া দিয়ে উঠতে শুরু করেছিল তালিবানরা। যার বিরুদ্ধে এবার গর্জে উঠেছিলেন রশিদ। তিনি ট্যুইট করেছিলেন, 'বিশ্বের প্রিয় নেতারা। দেশে তুমুল অশান্তির আবহ। প্রত্যেক দিন হাজার হাজার নিরীহ মানুষ, যাদের মধ্যে মহিলা ও শিশুরাও রয়েছে, মারা যাচ্ছে। ঘরদোর, সম্পত্তি সব ধূলিসাৎ হয়ে যাচ্ছে। হাজার হাজার পরিবার ভিটেহীন। আমাদের আর অশান্তি দেবেন না। আফগানদের হত্যা ও আফগানিস্তানকে ধ্বংস করা বন্ধ করুন।'
পরে অবশ্য ছবিটি আরও উদ্বেগজনক হয়েছে। তালিবানরা দখল করে নিয়েছে আফগানিস্তান। তারই মাঝে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা নিয়ে আশার কথা শোনালেন সে দেশের ক্রিকেট কর্তা।