করাচি: বিশ্বক্রিকেটে হেলিকপ্টার শটের প্রবর্তক বলা হয় তাঁকে। নিঁখুতভাবে ইয়র্কার বলও অনায়াসেই গ্যালারিতে ফেলতেন এই হেলিকপ্টার শটের মাধ্যমে। মহেন্দ্র সিংহ ধোনির কথাই যে বলা হচ্ছে, তা আপনারা নিশ্চয় বুঝতেই পারছেন। কিন্তু ধোনি পরবর্তী সময়ে সেই শট মারতে দেখা গিয়েছে অনেককেই। ভারতের হার্দিক পাণ্ড্য রয়েছেন সেই তালিকায়। সেই তালিকায় রয়েছেন আফগানিস্তানের রশিদ খানও। কিন্তু এবার আফগানিস্তানের আরো এক ব্যাটারের হেলিকপ্টার শট হল ভাইরাল। পিএসএলের মঞ্চে হেলিকপ্টার শট মারলেন রহমনউল্লাহ গুরবাজ। 


পিএসএলে ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে খেলেন রহমনউল্লাহ। খেলা ছিল পেশোয়ার জালমির বিরুদ্ধে। সেই ম্যাচেই সোহেল খানের বলে হেলিকপ্টার শট মারেন গুরবাজ। ১৬৯ রান তাড়া করতে নেমেছিল ইসলামাবাদ ইউনাইটেড। ইনিংসের ১৫ তম ওভারের তৃতীয় বলে লং অনের ওপর দিয়ে হেলিকপ্টার শটের মাধ্য়মে পেল্লাই ছক্কা হাঁকান এই আফগান ব্য়াটার। সেই ম্যাচে ১ উইকেটে শেষ পর্যন্তও জয়ও ছিনিয়ে নেয় ইসলামাবাদ ইউনাইটেড।


 






এই ম্যাচে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল ইসলামাবাদ ইউনাইটেড। শুরুটা দারুণ করে তারা। পেশােয়ার জালমি মাত্র ৩৫ রান বোর্ডে তুলতেই ৩ উইকেট হারিয়ে বসে। মিডল অর্ডারে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন শোয়েব মালিক ও শেরফান রাদারফোর্ড। মালিক ২২ বলে ২৫ রান করেন। অন্যদিকে ক্যারিবিয়ান ব্য়াটার ৪৬ বলে ৭০ রানের ইনিংস খেলেন। শেষ পর্যন্ত ১৬৮ রানে শেষ হয়ে যায় পেশোয়ারের ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে ১ উইকেট হারিয়েই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ইসলামাবাদ ইউনাইটেড। তবে ম্যাচে জয়ের থেকেও বড় গুরবাজের হেলিকপ্টার শট ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। এমনকী অনেকে রশিদ খানের হেলিকপ্টার শটের সঙ্গে এই শটের তুলনা করে প্রশ্নও তোলেন যে কোন আফগান ভাল হেলিকপ্টার শট মারতে পারেন।