সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত এক ভিডিও-য় দেখা মিলেছে একসঙ্গে নাচে মেতে উঠেছেন আফগানিস্তানের ক্রিকেটাররা। আর যা মুহূর্তে হয়ে গিয়েছে ভাইরাল। গতবছর অক্টোবরে বাগদান পর্ব সেরেছিলেন মুজিব। এবার সারলেন বিয়ে। অতিমারি চললেও যে অনুষ্ঠানে দেখা গিয়েছে অনেক অতিথি সমাগত। কারওর মুখেই মাস্ক বা সামাজিক দূরত্ববিধি রক্ষার দায় চোখে পড়েনি। বরং খুশির দিনটাকে চেনা উৎসবের মেজাজে নেচেই স্মরণীয় করে রেখেছেন আফগান ক্রিকেটাররা।
আফগানদের বিশেষ পোশাক গায়ে চাপিয়ে একসঙ্গে নেচে ওঠা ক্রিকেটারদের নেতৃত্ব দিতে দেখা গিয়েছে মহম্মদ নাবি, গুলবাদিন নাঈবদের। এবারের আইপিএল মোটেই ভালো কাটেনি মুজিবের। সুযোগ পাওয়া দুটো ম্যাচেই গড়ে ১০-র বেশি করে রান দিয়ে ফেলেছেন ওভারগুলোতে। এবার বিয়ের পর বিগ ব্যাশে তাঁর ভাগ্যবদল ঘটে কিনা, সেটাই দেখার।