নয়াদিল্লি: তামিলনাড়ু প্রিমিয়ার লিগে কয়েকজন ক্রিকেটারকে ম্যাচ গড়াপেটার প্রস্তাব দেওয়ার অভিযোগ নিয়ে তদন্ত শুরু করল বিসিসিআই-এর দুর্নীতি দমন শাখা। বিসিসিআই সূত্রে খবর, এই অভিযোগকে গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। ‘বুকিদের সঙ্গে জড়িত গুরুত্বপূর্ণ ব্যক্তিরা’ বিভিন্ন দলে ছড়িয়ে আছেন। ফলে এই টি-২০ লিগের ম্যাচগুলির ফলাফল নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে।


বিসিসিআই-এর দুর্নীতি দমন শাখার প্রধান অজিত সিংহ জানিয়েছেন, ‘কয়েকজন ক্রিকেটারের অভিযোগ, অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের কাছ থেকে তাঁরা হোয়াটসঅ্যাপে মেসেজ পেয়েছেন। কারা এই মেসেজ পাঠিয়েছেন, সেটা খুঁজে বার করার চেষ্টা করছি আমরা। আমরা খেলোয়াড়দের বয়ান নথিভুক্ত করেছি।’

তামিলনাড়ু প্রিমিয়ার লিগে আটটি দল রয়েছে। রবিচন্দ্রন অশ্বিন, মুরলী বিজয়, বিজয় শঙ্কর, দীনেশ কার্তিক, ওয়াশিংটন সুন্দরের মতো জাতীয় দলের ক্রিকেটাররা এই লিগে খেলেন। চার বছর আগে উদ্বোধনের সময় ছিলেন মহেন্দ্র সিংহ ধোনি। এরকম তারকাখচিত লিগেই গড়াপেটার কালো ছায়া।