দেহরাদুন: আন্তর্জাতিক ক্রিকেটে ক্রমশঃ নিজেদের শক্তি জানান দিচ্ছে আফগানিস্তান। কয়েকদিন পরেই ভারতের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলতে চলা দলটি টি-২০ সিরিজে বাংলাদেশকে ৩-০ উড়িয়ে দিল। আজ সিরিজের শেষ ম্যাচে চাপের মুখে মাথা ঠান্ডা রেখে এক রানে জয় তুলে নিলেন রশিদ খানরা। বাংলাদেশের দুই ব্যাটসম্যান মুশফিকুর রহিম ও মাহমুদুল্লা লড়াই করেও দলকে জেতাতে পারলেন না। ফের দুর্দান্ত বোলিং করে নায়ক হয়ে গেলেন রশিদ।


এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে ৬ উইকেটে ১৪৫ রান করে আফগানিস্তান। সামিউল্লা শেনওয়ারি ৩৩ রানে অপরাজিত থাকেন। মহম্মদ শাহজাদ ২৬ ও আসগর স্তানিকজাই ২৭ রান করেন। বাংলাদেশের হয়ে নাজমুল ইসলাম ও আবু জায়েদ দু’টি করে উইকেট নেন।

রান তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে গিয়েছিল বাংলাদেশ। ৫৩ রানের মধ্যেই ফিরে যান লিটন দাস (১২), তামিম ইকবাল (৫), সৌম্য সরকার (১৫) ও শাকিব আল হাসান (১০)। এরপর দুর্দান্ত লড়াই করেন মুশফিকুর (৪৬) ও মাহমুদুল্লা (৪৫)। তাঁদের জুটিতে যোগ হয় ৮৪ রান। ১৯ নম্বর ওভারে করিম জানাতের বলে পাঁচটি বাউন্ডারি মারেন মুশফিকুর। এই ওভারে তিনি মোট ২১ রান নেন। কিন্তু শেষ ওভারের প্রথম বলেই তাঁকে আউট করে দেন রশিদ। এই ওভারে জয়ের জন্য বাংলাদেশের দরকার ছিল ৯ রান। রশিদের দুর্দান্ত বোলিংয়ে শেষ বলে জয়ের জন্য টার্গেট দাঁড়ায় বাউন্ডারি। আরিফুল হক দু’রান নেওয়ার পর তৃতীয় রান নিতে গিয়ে আউট হন মাহমুদুল্লা। বাংলাদেশ ৬ উইকেটে করে ১৪৪ রান। ফলে স্মরণীয় জয় পায় আফগানিস্তান।