ওয়াকার ইউনিসের রেকর্ড ভেঙে একদিনের আন্তর্জাতিকে কনিষ্ঠতম হিসেবে ৫ উইকেট আফগানিস্তানের মুজিব জর্দানের
Web Desk, ABP Ananda | 17 Feb 2018 07:52 PM (IST)
শারজা: পাকিস্তানের কিংবদন্তী পেসার ওয়াকার ইউনিসের রেকর্ড ভেঙে কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে একদিনের আন্তর্জাতিক ম্যাচে পাঁচ উইকেট নেওয়ার নজির গড়লেন আফগানিস্তানের কিশোর মুজিব জর্দান। শারজায় জিম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজের চতুর্থ একদিনের ম্যাচে ৫০ রান দিয়ে পাঁচ উইকেট নিয়েছেন এই অফস্পিনার। ওয়াকার একদিনের আন্তর্জাতিকে প্রথমবার পাঁচ উইকেট নিয়েছিলেন ১৮ বছর ১৬৪ দিন বয়সে। মুজিব ১৬ বছর ৩২৫ দিন বয়সে পাঁচ উইকেট নিয়ে সেই রেকর্ড ভেঙে দিলেন। ২০০১ সালের ২৮ মার্চ জন্ম হয় মুজিবের। তিনি আফগানিস্তানের হয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপেও দুর্দান্ত পারফরম্যান্স দেখান। এই প্রতিযোগিতায় তিনি ২০ উইকেট নেন। ফাইনালে পাকিস্তানকে হারিয়ে প্রথমবার অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয় আফগানিস্তান। বাংলাদেশের বিরুদ্ধে দ্বিপাক্ষিক যুব সিরিজেও দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ১৭ উইকেট নেন মুজিব। তিনি এবার আইপিএল-এ কিংস ইলেভেন পঞ্জাবের হয়ে খেলবেন। নিলামে তাঁকে চার কোটি টাকা দিয়ে দলে নিয়েছে পঞ্জাব।