কাবুল: জেন্টলম্যান্স গেমে ক্রমশই শক্তিশালী হয়ে উঠছে যুদ্ধ-বিধ্বস্ত আফগানিস্তান। আইপিএল-এ রশিদ খানের কামাল থেকে শুরু করে সদ্য আইসিসি টেস্টে খেলিয়ে দেশের মর্যাদা পাওয়া— সব ক্ষেত্রেই আফগানিস্তানের ক্রিকেটারদের দৃঢ় প্রত্যয়ের পরিচয় পাওয়া গিয়েছে।


যেমনটা দেখালেন শফিকুল্লা শফক। বিশ্বের খুব কম ক্রিকেটার আছেন, যাঁরা টি-২০ গেমে দ্বিশতরান করার কৃতিত্ব অর্জন করেছেন। আর সেই তালিকায় নবতম সংযোজন হলেন শফক।


আফগানিস্তানের স্থানীয় পারাগন নঙ্গরহর চ্যাম্পিয়ন্স ট্রফিতে ৭১ বলে ২১৪ রান করেন এই উইকেটরক্ষক। তাঁর ইনিংস সাজানো ছিল ১৬টি চার ও ২১টি ছক্কায়। শফকের ঝোড়ো ও বিস্ফোরক ইনিংসের দৌলতে ৩৫১ রানের বিশাল স্কোর খাড়া করে তাঁর দল খতিজ ক্রিকেট অ্যাকাডেমি। জবাবে, কাবুল স্টার ক্রিকেট ১০৭ রানেই থেমে যায়।


বেশ কিছুদিন ধরেই আফগান জাতীয় দলের সদস্য শফক। বিগত তিনটি টি-২০ বিশ্বকাপেই শফক দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। এখনও পর্যন্ত ৩৫টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেছেন শফক। করেছেন ৩৯২ রান। সর্বোচ্চ স্কোর ৫১ হলেও, স্ট্রাইক রেট ১৪৩, যা এই ফর্ম্যাটের ক্রিকেটের জন্য অপরিহার্য।