এই ম্যাচে প্রথমে ব্যাট করে করাচি ৯ উইকেটে ১৪৯ রান করে। আফ্রিদি ব্যাট হাতে সাফল্য পাননি। তিনি আট বলে মাত্র চার রান করেন। কিন্তু ফিল্ডিংয়ে সেই ঘাটতি পূরণ করে দেন। মহম্মদ উমর আমিনের মারা একটি বল অবিশ্বাস্যভাবে ধরে নেন পাকিস্তানের প্রাক্তন তারকা। মহম্মদ ইরফানের বলটি বোলারের মাথার উপর দিয়ে বাউন্ডারির বাইরে পাঠাতে চেয়েছিলেন বাঁ হাতি ব্যাটসম্যান আমিন। কিন্তু আফ্রিদি এক হাতে বলটি ধরে টাল সামলাতে না পেরে শূন্যে বল ছুড়ে মাঠের বাইরে গিয়ে আবার পরক্ষণেই ফিরে এসে ক্যাচ ধরে নেন। ৩১ রান করে আমিন ফিরে যাওয়ার পর আর জয় পায়নি কোয়েট্টা। করাচি ২৯ রানে ম্যাচ জিতে নেয়।