নয়াদিল্লি: হোন না তিনি যে পাকিস্তানের সঙ্গে তিক্ত হয়ে রয়েছে ভারতের সম্পর্ক, সেই দেশের ক্রিকেটার। কিন্তু বিরাট কোহলিরা যেভাবে সম্মান জানালেন শাহিদ আফ্রিদিকে, তা নিঃসন্দেহে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক ও তাঁর সতীর্থদের বিরাট হৃদয়ের পরিচয় তো দেবেই, ক্রিকেটীয় স্পিরিটেরও উজ্জ্বল নজির হয়ে থাকবে। ক্রিকেট থেকে অবসর নেওয়া আফ্রিদিকে বিরাট ও বাকি সব ক্রিকেটারের সই করা একটি জামা উপহার দেওয়া হয়েছে। এক পাকিস্তানি সাংবাদিক সেটি আপলোড করেছেন। ১৮ নম্বরের জার্সিতে বিরাট লিখেছেন, শাহিদ ভাই, তোমার বিপক্ষে খেলা সবসময়ই বিরাট আনন্দের ব্যাপার।

কোহলি ছাড়াও শার্টে সই রয়েছে আশিস নেহরা, সুরেশ রায়না, মহম্মদ শামি, রবীন্দ্র জাডেজা, ভুবনেশ্বর কুমার, অজিঙ্কা রাহানে, শিখর ধবন, রবিচন্দ্রন অশ্বিন, হার্দিক পান্ড্যের।
৩৭ বছর বয়সি আফ্রিদি ২১ বছরের ক্রিকেট কেরিয়ারে ইতি টেনেছেন ফেব্রুয়ারি মাসে। টেস্ট, একদিনের ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন আগেই, ফেব্রুয়ারিতে টি ২০ থেকেও অবসর ঘোষণা করেন বুম বুম আফ্রিদি।
১ থেকে ১৮ জুন পর্যন্ত ব্রিটেনে হতে চলা চ্যাম্পিয়নস ট্রফির আট চ্যাম্পিয়ন অ্যাম্বাসাডরের একজন ঘোষিত হয়েছেন সম্প্রতি।