এ বছরের ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করেছেন আফ্রিদি। এরপর তাঁর প্রতি অন্তরঙ্গতা দেখিয়ে এবং ক্রীড়াসুলভ মানসিকতার পরিচয় দিয়ে সই করা একটি জার্সি উপহার দেন বিরাটরা। সেই জার্সিতে সই করেন বিরাট, আশিস নেহরা, সুরেশ রায়না, মহম্মদ শামি, রবীন্দ্র জাডেজা, ভুবনেশ্বর কুমার, অজিঙ্ক রাহানে, শিখর ধবন, রবিচন্দ্রন অশ্বিন, হার্দিক পাণ্ড্যরা। পাশাপাশি, ট্যুইট করে আফ্রিদিকে শুভেচ্ছা জানান বিরাট। সেই কারণেই ধন্যবাদ জানালেন আফ্রিদি। বিদায়ী উপহারের জন্য বিরাটদের ধন্যবাদ আফ্রিদির
Web Desk, ABP Ananda | 21 Apr 2017 07:18 PM (IST)
ছবি সৌজন্যে ট্যুইটার
নয়াদিল্লি: সই করা জার্সি উপহার দেওয়ার জন্য অধিনায়ক বিরাট কোহলি সহ ভারতীয় দলকে ধন্যবাদ জানালেন শাহিদ আফ্রিদি। তিনি ট্যুইট করে বিরাট ও গোটা ভারতীয় দলকে ধন্যবাদ জানিয়েছেন।