বাবা হচ্ছেন, ১৪৩টি আইপিএল ম্যাচ খেলে ছুটিতে রায়না
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 09 May 2016 02:54 PM (IST)
নয়াদিল্লি: টানা ১৪৩টি আইপিএল ম্যাচ খেলার পর বিশ্রাম। ছুটি পাচ্ছেন সুরেশ রায়না। প্রথম বাবা হওয়ার অনুভূতি উপভোগ করতে আমস্টারডাম যাচ্ছেন গুজরাত লায়ন্সের অধিনায়ক। বর্তমানে সেখানেই আছেন তাঁর সন্তানসম্ভবা স্ত্রী প্রিয়ঙ্কা। তাঁর পাশে থাকতে রওনা হচ্ছেন রায়না। শোনা যাচ্ছে, হয়ত মাসখানেক দেশে থাকবেন না তিনি। আইপিএল সূত্রের খবর, তিনিই একমাত্র ক্রিকেটার যিনি যখন যে ফ্র্যাঞ্চাইজিরই সদস্য হয়েছেন, তার হয়ে সব কটি ম্যাচ খেলেছেন। একটিও বাদ দেননি। আইপিএলে চেন্নাই সুপার কিংস-এর হয়ে ও টি ২০ চ্যাম্পিয়নস লিগে ১৩২টি ম্যাচ খেলেছেন। ১১টি খেলেছেন গুজরাত লায়ন্সের হয়ে। গুজরাত লায়ন্সের শেষ তিনটি ম্যাচের যে সময়সূচি নির্ধারিত রয়েছে, সেই অনুযায়ী ১৪ মে রয়্যাল চ্যালেঞ্জার্স, ব্যাঙ্গালোরের সঙ্গে গুরুত্বপূর্ণ ম্যাচে থাকছেন না রায়না। ১৯ মে লায়ন্সের দ্বিতীয় হোম ভেনু কানপুরে কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে ম্যাচে তিনি ফিরতে পারেন বলে শোনা যাচ্ছে। ২১ মে লায়ন্সের শেষ লিগ ম্যাচ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে।