নয়াদিল্লি: বেস প্রাইজ ছিল ২ কোটি টাকা। মূলত এই চড়া দরের জন্যই গত ফেব্রুয়ারিতে হওয়া আইপিএল নিলামে দু দুবার তাঁর নাম উঠলেও আটটি ফ্র্যাঞ্চাইজির কেউই কিনতে চায়নি ঈশান্ত শর্মাকে। শিকে ছেঁড়েনি ৭৭টি ম্যাচ খেলা ভারতীয় টেস্ট স্কোয়াডের সিনিয়র মোস্ট ফাস্ট বোলারের ভাগ্যে। অবশেষে দশম আইপিএলে নিজেদের বোলিংয়ের তেজ বাড়াতে ঈশান্তকে নিল কিংস ইলেভেন পঞ্জাব। তাদের পেস বিভাগে কিছুটা খামতি থেকে গিয়েছে।
গত কয়েক বছরে কলকাতা নাইট রাইডার্স, ডেকান চার্জার্স, সানরাইজার্স হায়দরাবাদ, রাইজিং পুণে সুপারজায়ান্টসের হয়ে খেলেছেন তিনি। ১০৭টি টি ২০ ম্যাচে ৮৮টি উইকেটের মালিক ঈশান্ত। গড় ৭.৭৫। সেরা বোলিং ১২ রানে ৫ উইকেট।
অবশেষে ঈশান্তকে নিল কিংস ইলেভেন পঞ্জাব
Web Desk, ABP Ananda
Updated at:
04 Apr 2017 06:50 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -